৫০-এও চিরযৌবনা রচনা, Didi No1 সেটে ফাঁস হল অভিনেত্রীর সৌন্দর্যের আসল রহস্য

একদিকে তিনি জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দিদি নাম্বার ওয়ান’ সঞ্চালনা করছেন, সাথে ছেলেকে সামলাচ্ছেন আবার এসব কাজ সামলে ব্যবসার কাজেও মন দিয়েছেন। এখানেই শেষ নয় তার ফাঁকে নিজের ফিটনেসও ধরে রেখেছেন। কীভাবে এতো কিছু মেইন্টেন করছেন তিনি? এ প্রশ্নই উঠে এসেছে বারবার। সম্প্রতি তারই উত্তর মিললো একটি পর্বে।
হ্যাঁ, ঠিকই ধরেছেন আজ আমরা কথা বলছি রচনা ব্যানার্জির সম্পর্কে। সময়ের সাথে সাথে তার গ্ল্যামার যেন ক্রমাগত বেড়েই চলেছে। ৫০ পেরিয়েও তার সৌন্দর্য্য হার মানাতে পারে কমবয়সী অভিনেত্রীদের। তবে এর পেছনে কী রহস্য রয়েছে তাই ফাঁস করেছেন আরেক অভিনেত্রী রাজশ্রী। আসলে একটা স্পেশাল পর্বে চার অভিনেত্রী হাজির হয়েছিলেন।
তাদের মধ্যে একজন ছিলেন রাজশ্রী। এদিন তিনি রচনাকে প্রশ্ন করেন সারাদিন তিনি কীভাবে এতোটা উৎসাহ নিয়ে কাজ করেন? যার উত্তরে রচনা বলেন, ‘আমি ভীষণই কাজ পাগল মানুষ। কাজ ছাড়া আমি থাকতে পারি না। আমি একটানা ৪৮ ঘন্টা কাজ করতে পারি।’ এরপরেই রাজশ্রী বলেন আজ আমি তোমার এই সৌন্দর্য্যের রহস্য জেনেই ছাড়বো।
এরপর রচনার দিকে এগিয়ে এগিয়ে তিনি কিছু খাবার উদ্ধার করেন। যেখানে তিনি বের করে আনেন একটি ছোলা এবং হজমির কৌটো। যা দেখে অবাক হয়ে যান সকলে। এরপর রাজশ্রী বলেন, ‘দেখে নাও রচনার সৌন্দর্য্যের রহস্য আমি ফাঁস করে দিলাম।’ এরপর আরেক অভিনেত্রী তনুশ্রী বলেন, ‘মানে ছোলা খেয়ে সেটা হজমও করে নিতে হবে।’