Advertisements

মনের দুঃখে বিধ্বস্ত ‘দিদি নং ১’-এর রচনা ব্যানার্জি, সকলের কাছে হাত জোর করে ক্ষমা চাইলেন অভিনেত্রী

Advertisements

রচনা বন্দোপাধ্যায় টলিউডের এক অতি পরিচিত নাম। তিনি বাংলা চলচ্চিত্রে একের পর এক সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের, বাংলার পাশাপাশি একাধিক ভাষায় কাজ করেছেন এই অভিনেত্রী। এক সময় তিনি অভিনয় করেছেন প্রসেনজিৎ, মিঠুন চক্রবর্তী থেকে শুরু করে অমিতাভ বচ্চনের মত অভিনেতার সাথেও। বয়স ৪৬ এর কোঠায় হওয়ার পরেও গ্ল্যামারে এতটুকু চিড় ধরেনি এই নায়িকার, বরং বয়সের সাথে সাথে আরো খানিকটা গ্ল্যামার বেড়ে গেছে এই অভিনেত্রীর।

জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো দিদি নাম্বার ওয়ানে সঞ্চারিকা রচনা বন্দ্যোপাধ্যায়। মানুষ তার সঞ্চালনা এতটাই পছন্দ করেছেন যে বিকেল পাঁচটা বাজলেই টেলিভিশনে দিদি নাম্বার ওয়ান চলেনা এমন বাড়ি খুঁজে পাওয়া মুশকিল। দিদি নাম্বার ওয়ান এর ফলে রচনা যেন প্রত্যেকটি ঘরের নিজের লোক হয়ে উঠেছে, এমন গৃহবধূ খুঁজে পাওয়া অসম্ভব যে রচনা ব্যানার্জীর ফ্যান নয়। তবে রচনা শুধুমাত্র দিদি নাম্বার ওয়ানের সেটেই নয় পাশাপাশি নিজের অনুরাগীদের সাথে জুড়ে থাকার জন্যও প্রতি সময়ে একটিভ থাকে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল গুলিতে।

রচনার ঘুরে বেড়ানো একটি অন্যতম নেশা, মাঝেমধ্যেই ছেলের হাত ধরে তিনি বেরিয়ে পড়েন অচেনা সব জায়গায়। কখনো দেশ কখনো বিদেশ নতুন নতুন জায়গা ঘুরে বেড়ান রচনার বেশ পছন্দ। ইতিমধ্যে করোনা ভ্যাকসিন নিয়ে নিয়েছেন অভিনেত্রী। টিকা নেওয়ার পর সামান্য জ্বর আসলেও নিজের ভালো থাকার খবরও জানিয়েছেন অনুরাগীদের। কিছুদিন আগেই গেছিলেন সুন্দরবন, প্রকৃতির কাছাকাছি থাকতে ভালোবাসেন রচনা, আর তাই সময় পেলেই বেরিয়ে পরেন সবুজের প্রান্তরে। এই যেমন বসন্ত উৎসবে গেছিলেন শান্তিনিকেতনে। আর সেসব ছবি ভিডিও পোস্ট করেন নিজের সোশ্যাল হ্যান্ডেলে। আর সেগুলি বেশ পছন্দ করে তার অনুরাগীরা।

তবে এবার নিজের সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে নিজের সকল অনুরাগীদের থেকে ক্ষমা চাইলেন অভিনেত্রী। কিন্তু কেনো? কি এমন করেছেন তিনি? আসলে অভিনেত্রী রচনা নিজের জীবনে একটা বড় স্থান দিয়েছেন নিজের অনুরাগীদের, তাই সব কিছুই ভাগ করেন তাদের সাথে, তবে এবার একটা বড় ভুল হয়ে গেছে তার।

আসলে কিছুদিন আগেই গেছে নববর্ষ আর সেই নববর্ষে নিজের অনুরাগীদের উইশ করেননি রচনা। আর তাই লাইভে এসে সকলের কাছে ক্ষমা চাইলেন রচনা, অভিনেত্রী জানালেন, তিনি ভোলেননি, আসলে তার অ্যাকাউন্টে কিছু টেকনিকাল সমস্যা হওয়ার জন্য কোনো কিছুই করতে পারছিলেন না তিনি, আর তাই নববর্ষের শুভেচ্ছা জানাতে পারেননি কাউকে, আর সেই জন্য তিনি সকলের কাছে ক্ষমা প্রার্থী।

Related Articles