তু কিনে খাবি মিছরির দানা, অঙ্কুশের সঙ্গে নেচে DBD-র মঞ্চ কাঁপালেন পূজা, প্রশংসায় ভক্তরা

Advertisement

পূজা ব্যানার্জীকে (Puja Banerjee) চেনেন না এমন কেউ নেই। কারণ টলিউডে সেভাবে জনপ্রিয়তা অর্জন করতে না পারলেও মুম্বাইতে হিন্দি ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয় হয়েছেন তিনি। বর্তমানে পূজা ৩৬ বছর বয়সে পদার্পণ করলেন। কিন্তু তাকে দেখে তা বোঝার উপায় নেই। ইতিমধ্যে নিজের হটনেসে ঘুম উড়িয়েছেন অনুগামীদের।

Advertisements

ইনস্টাগ্রামে নানান ফটেশ্যুটের ছবি পোস্ট করেন তিনি। সেই ছবিতে তার শরীরী উন্মাদনা সকলকে বারবার চমকে দেয়। সোশ্যাল মিডিয়ায় রয়েছে মিলিয়ন ফলোয়ার। পশ্চিমী হোক কিংবা ভারতীয় সবরকম পোশাকে নিজেকে সাবলীলভাবে সকলের সাজনে তুলে ধরেন পূজা। সম্প্রতি ভাইরাল হল তার ফটোশ্যুটের ছবি। যা দেখে ঘাম ঝড়েছে নেট দুনিয়ার অনেকের।

Advertisements

সম্প্রতি পূজাকে দেখা গেলো জি বাংলার পর্দায়। জনপ্রিয় রিয়েলিটি শো ‘ড্যান্স বাংলা ড্যান্স’-এর মঞ্চ কাঁপালেন তিনি। বিশেষ অতিথি হিসেবে জি বাংলার রিয়েলিটি শো ‘ড্যান্স বাংলা ড্যান্স’-এ হাজির ছিলেন অভিনেত্রী। সেখানে টলিউড অভিনেতা অঙ্কুশের (Ankush Hazra) সঙ্গে কোমর দোলালেন তিনি।

ভিডিওতে পূজাকে দেখা গিয়েছে গোলাপি রং-এর শাড়ি ও মানানসই ব্লাউজে। অপরদিকে অঙ্কুশের পরনে কালো জামা, ডেনিমের জ্যাকেট ও প্যান্ট। দুইজনে একসঙ্গে নাচ করলেন। সেই নাচের ভিডিও জি বাংলার অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করার পরই তা ভাইরাল হয়ে যায়।

Related Articles