কালো শাড়ি স্লিভলেস ব্লাউজে নজরকাড়া পূজা, কিলার পোজে ঝড় তুললেন বঙ্গতনয়া

আরো একবার কালো শাড়িতে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন জনপ্রিয় অভিনেত্রী পূজা ব্যানার্জি! এই বঙ্গতনয়াকে কমবেশি সকলেই চিনে থাকবেন। একদিকে তিনি হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ। অন্যদিকে কাজ করেছেন বাংলা সিনেমাতেও। তাইতো বর্তমানে তার অনুরাগীর সংখ্যাও চোখে পড়ার মতো। কাজের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ভীষণই সক্রিয় তিনি।
আসলে অনুরাগীর সংখ্যা কীভাবে ধরে রাখতে হয় তা বেশ ভালোমতোই জানেন এই অভিনেত্রী। তাইতো তাদের সাথে নিত্যদিন বিভিন্ন রিল ভিডিও ও ছবি ভাগ করে নেন। এছাড়া বিভিন্ন ফটোশ্যুটেও মেতে ওঠেন পূজা। সম্প্রতি সেরকমই একটি রিল ভিডিও পোস্ট করতে দেখা দিয়েছে তাকে। ভিডিওর শুরুতে দেখা যায় একটি সাধারণ টি-শার্ট পরে রয়েছেন তিনি।
তবে পেছনদিকে ঘুরতেই পোশাক পরিবর্তন হয়ে হয়ে যায় কালো ঝলমলে শাড়িতে। সরু কালো ফিতের ব্লাউজ এবং শাড়িতে ভীষণই লাস্যময়ী লাগছিল তাকে দেখতে। এছাড়াও বোল্ড মেকআপ করেছিলেন তিনি। এই ভিডিও যে পুরুষ অনুরাগীদের বুকে ঝড় তুলেছে তার আলাদা করে বলার অপেক্ষা রাখে না। তা বোঝা গিয়েছে কমেন্টবক্স দেখেই।
বিভিন্ন প্রশংসাসূচক মন্তব্যে ভরিয়ে তুলেছেন অনুরাগীরা। উল্লেখযোগ্য, সন্তান জন্ম দেওয়ার পর তার চেহারায় বেশ কিছু পরিবর্তন এসেছিল। তবে শরীরচর্চার মাধ্যমে ফের আগের চেহারায় ফিরে এসেছেন তিনি। এরপরেই একাধিক বোল্ড ছবি পোস্ট করতে দেখা দিয়েছে তাকে। কখনো বিকিনিতে আবার কখনো শাড়িতে নিজেকে তুলে ধরেছেন তিনি।