লাল পোশাকের ফাঁকে উন্মুক্ত ক্লিভেজ, ফের নতুন ছবিতে ভাইরাল ‘বঙ্গ কন্যা’ পূজা

লালে লাল হয়ে সোশ্যাল মিডিয়ায় ধরা দিলেন পূজা ব্যানার্জি, স্পষ্ট হল ক্লিভেজ। ইন্ডাস্ট্রির অন্যতম অভিনেত্রী পূজা ব্যানার্জি (Puja Banerjee)। ইন্ডাস্ট্রিতে বেশ ভালই নামডাক রয়েছে এই অভিনেত্রীর। তবে মাঝখানে ইন্ডাস্ট্রিতে খুব একটা দেখা যায়নি তাঁকে। তিনি করছিলেন মন দিয়ে সংসার। পরবর্তীতে মা হওয়ার পর মাতৃত্বের স্বাদও উপভোগ করেন। তবে এই সবকিছুর পাশাপাশি শরীরচর্চার দিকেও বেশ সচেতন পূজা। যা তাঁর সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখলেই বোঝা যায়।
মাঝেমধ্যেই শাড়িতে বা শর্ট ড্রেসে সোশ্যাল মিডিয়ায় ধরা দেন অভিনেত্রী পূজা ব্যানার্জি (Puja Banerjee)। যা দেখে নেটিজেনদের মনে যে আগুন লাগে তা বলাই বাহুল্য। সম্প্রতি লালে লাল হয়ে নেটদুনিয়ায় ঝড় তুললেন পূজা। যা দেখে ঘুম উড়তে বাধ্য নেটবাসীর। সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ায় (Social Media) পোস্ট হয়েছে অভিনেত্রী পূজা ব্যানার্জীর বেশ কিছু ছবি। যে ছবিতে লাল রঙের অফ সোল্ডার শর্ট ড্রেসে দেখা গেছে পূজাকে। তার সাথে তার মানানসই মেকআপ এবং চুলের রং আকর্ষণ করেছে নেটজনতাকে।
লাল পোশাকের সাথে তাঁর উন্মুক্ত যৌবন যেন ফেটে পড়ছে সোশ্যাল মিডিয়ায়।অভিনেত্রী পূজা ব্যানার্জী (Puja Banerjee)-র পোষ্ট হওয়া ছবিগুলিতে দেখা যায় লাল রঙের পোশাকের সাথে তাঁর চুলে রয়েছে লাল রঙের আভা। তার সাথে তাঁর মানানসই মেকআপ নজর কেড়েছে। তবে অভিনেত্রীর পোশাকটি অফ সোল্ডার হওয়ায় স্পষ্ট হয়েছে বক্ষ বিভাজিকা। যা নেটজনতার নজর কাড়তে বাধ্য। প্রসঙ্গত, বর্তমানে ‘ডান্স বাংলা ডান্স’ (Dance Bangla Dance)-এ বিচারকের ভূমিকায় দেখা যাচ্ছে পূজাকে।
আর সেই মঞ্চ থেকেই এই ছবির সাথে কিছু নাচের ভিডিও নেটদুনিয়ায় পোস্ট করেছেন অভিনেত্রী পূজা ব্যানার্জি (Puja Banerjee)। আর সেই ছবি-ভিডিওর সূত্র ধরেই নেটদুনিয়ায় রীতিমতো চর্চা চলছে এই অভিনেত্রীকে নিয়ে। ইতিমধ্যে ছবিগুলি পছন্দ করেছেন প্রায় এক লাখের বেশি মানুষ। ছবিরকমেন্ট বক্সে উঠে এসেছে অভিনেত্রীর প্রশংসিত মন্তব্য। পূর্বেও লাল পোশাকে নেটদুনিয়ায় ধরা দিয়েছেন পূজা। তবে এই লাল পোশাকে তাঁকে বেশ উজ্জ্বল লুকে দেখা গেছে। ভীষণ সুন্দর লাগছে অভিনেত্রী পূজা ব্যানার্জিকে। ছবিগুলি না দেখে থাকলে চট করে দেখে আসুন। আপনিও মুগ্ধ হবেন।