Puja Banerjee: গাছের আড়ালে এই কাজ সারলেন পূজা! দেখে হাঁ ভক্তরা

Advertisement

Puja Banerjee: সম্প্রতি এবার কচি কলাপাতা রঙের বিকিনিতে রীতিমতো ঝড় ধরলেন পূজা ব্যানার্জি! তার এই ছবি উষ্ণতা বাড়িয়ে তুলেছে বহুমাত্রায়। পাশাপাশি তিনি সেই সব সমালোচকদের জবাব দিয়েছেন, যারা একসময় বলেছিলেন তার চেহারার পরিবর্তন হয়েছে, মোটা হয়ে গিয়েছেন তিনি। হিন্দি ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী পূজা। একইসাথে তিনি কাজ করেছেন টলিউডেও।

Advertisements

এক কথায় বলতে গেলে তার জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না। মাঝখানে কিছুটা বিরতি নিলেও ফের পর্দায় ফিরে এসেছেন তিনি। পাশাপাশি তার লাস্যময়ী অবতারের মাধ্যমে ক্রমাগত ঝড় তুলছেন সোশ্যাল মিডিয়ায়। আসলে সোশ্যাল মিডিয়ায় অনুরাগীর সংখ্যা কীভাবে ধরে রাখতে হয় তা ভালোমতোই জানেন তিনি।

Advertisements

 

Puja Banerjee: ব্লাউজ ছাড়াই শাড়ি পরে নতুন বছরের শুভেচ্ছা জানালেন ‘হট মাম্মা’ পূজা!

নিত্যদিন তাদের সাথে নানান ছবি থেকে শুরু করে রিল ভিডিও ভাগ করে নেন। এছাড়া বিভিন্ন ফটোশ্যুট তো রয়েছেই। সেরকমই একটি ফটোশ্যুটের দৃশ্য সম্প্রতি তিনি তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। যেখানে দেখা যাচ্ছে তার পরনে রয়েছে একটি কচি কলাপাতা রংয়ের বিকিনি। চোখে ঘন কাজল, হালকা মেকআপ, ঠোঁটের লিপস্টিক তাকে ভীষণ মায়াবী করে তুলেছিল।

 

View this post on Instagram

 

A post shared by Puja Banerjee (@banerjeepuja)

পাশাপাশি উন্মুক্ত ক্লিভেজ যেন উষ্ণতা বাড়িয়ে তুলেছিল বহুমাত্রায়। মা হওয়ার পর বেশ খানিকটা পরিবর্তন এসেছিল তার শরীরে। তবে নিজেকে যেভাবে মেনটেন করেছেন তিনি তা সত্যিই প্রশংসনীয়। তাইতো এই ছবি পোস্ট করতেই তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটিজেনরা। সকলের মুখে একটাই কথা, তার থেকে যেন চোখ ফেরানো দায়।

Related Articles