ছোটবেলার ক্রাশ, ৭২-র “তরুণ মহাগুরু”র সঙ্গে ঠুমকা লাগালেন হাঁটুর বয়সী পূজা

Advertisement

দীর্ঘদিন পর ফের ছোটো পর্দায় ফিরলেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakroborty)। তাকে নিয়ে আর নতুন করে কিছু বলার নেই। বলিউড থেকে টলিউড দাপিয়েছেন তিনি একসময়। তার নাচের স্টেপ আজও জনপ্রিয়। এবার তিনি ফিরলেন ‘ড্যান্স বাংলা ড্যান্স’ রিয়েলিটি শো-এর পর্দায়। এই মঞ্চে বিচারকের আসন উজ্জ্বল করলেন তিনি।

Advertisements

আর তিনি ফিরতেই অনুষ্ঠানের টিবরপি যেনো আরও বেড়ে গেলো। আগে থেকেই জনপ্রিয় এই অনুষ্ঠান। তবে এবার ‘ডিসকো ড্যান্সার’-এর প্রত্যাবর্তনে যেনো আরও ঝলমলে হয়ে উঠল ‘ড্যান্স বাংলা ড্যান্স’। এই অনুষ্ঠানে বিচারকের আসনে রয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, মৌনী রায়, শুভশ্রী গাঙ্গুলি। তবে বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে না মৌনীকে।

Advertisements

আর সেঔ জায়গা দখল করলেন পূজা বন্দ্যোপাধ্যায় (Puja Banerjee)। এবার পূজার সঙ্গে নাচ করলেন মিঠুন চক্রবর্তী। সকল বিচারক একেবারে জমিয়ে তুলেছেন এই অনুষ্ঠান। গত শনিবার মিঠুনকে নিয়ে একটি গল্প শেয়ার করেন পূজা। তিনি জানান, মিঠুন চক্রবর্তী ছিলেন তার প্রথম ক্রাশ। এরপর মিঠুন বলেন, “এবার তো যেতেই হবে”।

এরপরই তিনি মঞ্চে পূজার সঙ্গে গানের তালে পা মেলান। বয়সে এত ছোটো একজন অভিনেত্রীর সঙ্গে বেশ সামঞ্জস্য রেখে নাচ করলেন মিঠুন। পূজার হাতে একটি গোলাপ তুলে দিতে অভিনেত্রী লজ্জায় লাল হয়ে যান। এরপর তার কপালে একটি স্নেহের চুম্বন এঁকে দেন ‘মহাগুরু’। ৭২ বছর বয়সে এসেও মিঠুন চক্রবর্তীর এই উদ্দীপনা সকলকে অনুপ্রাণিত করে। এই এপিসোড যে ভাইরাল হয়েছে তা আর নতুন করে বলে দিতে হয় না।

Related Articles