×
Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.

বিয়ের ডেট ঠিক হয়েও ভেস্তে গেল প্রসেনজিৎ-ঋতুপর্ণার বিয়ে! কি কারণে ভাঙল বিয়ে? দেখুন ভিডিও

বিগত 15 বছর পর সম্রাট শর্মা পরিচালিত 'প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা' মুভির মাধ্যমে কামব্যাক করেছেন এই জুটি

বহু মনোমালিন্য শেষে অবশেষে চলতি বছর ভ্যালেন্টাইন্স ডের দিন একে অপরের সাথে আসন্ন বিবাহের পর্যালোচনা করেছিলেন ঋতুপর্ণা-প্রসেনজিৎ! এমনকি ঘোষণা হয়ে গিয়েছিল দিনক্ষণেরও। তবে শেষ মুহূর্তে এসে টলিউডের এই আইকনিক জুটির বিয়েটা শেষমেশ ভেস্তে গেল। ভাবছেন কীভাবে? আসুন জেনে নেওয়া যাক।

বিগত 15 বছর পর সম্রাট শর্মা পরিচালিত “প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা” মুভির মাধ্যমে কামব্যাক করেছেন এই জুটি। আসন্ন এই মুভিতে একটি ক্যামিও চরিত্রে অভিনয় করতে দেখা যাবে দুজনকে। তবে এই মুভিতে প্রসেনজিৎ ঋতুপর্ণার বিয়ে হচ্ছে না। বিয়ে হচ্ছে রিষভ বসু এবং ঈপ্সিতা মুখোপাধ্যায়ের। আগামী 25শে নভেম্বর দুজনেরই বিয়ের পিঁড়িতে বসার কথা। তবে শেষ মুহূর্তে বেঁকে বসেছে পাত্রী ঈপ্সিতা

ত্রিষভ কি পারবে শেষ মুহূর্তে কনের মান ভাঙাতে? ঝগড়াঝাঁটি শেষে এই আশাই রাখছেন দর্শকেরা। বিয়েতে বাধা এসেছে ঠিকই তবে শেষ পর্যন্ত সবকিছু মিটমাট হয়ে যেতেও পারে এমনই জল্পনায় এদিন নিজেরাই জল ঢেলে দিলেন। তাই গুরুদায়িত্ব এখন গিয়ে পড়েছে প্রসেনজিৎ আর ঋতুপর্ণার ঘাড়ে। হবু বর-কনের মনোমালিন্য ঘুচিয়ে তাদেরকে বিয়ের পিঁড়িতে বসানোয় মূল লক্ষ্য তাদের।

একত্রে প্রায় 50টি ছবিতে অভিনয় করেছেন টলিপাড়ার এই আইকনিক জুটি। বাকবিতন্ডা মিটমিটিয়ে প্রায় দুই দশক পরে অবশেষে “প্রাক্তন” ছবির মাধ্যমে বলিউডে কামব্যাক করেছিলেন তারা। এই কামব্যাকের মাধ্যমে একরাশ প্রশংসাও কুড়িয়ে নিয়ে ছিলেন টলিপাড়ার এভারগ্রীন জুটি প্রসেনজিৎ-ঋতুপর্ণা। এছাড়াও কৌশিক গঙ্গোপাধ্যায় এর “দৃষ্টিকোণ” ছবিতেও দেখা গিয়েছে তাদের। তবে আসন্ন প্রসেনজিৎ-ঋতুপর্ণার অভিনয় নিয়ে বর্তমানে আশাবাদী দর্শকেরা।