বিনোদন

ন্যাড়া মাথা, গলায় তুলসীর মালা, নটী বিনোদিনী রূপে টলিউডের সুন্দরী অভিনেত্রীকে চিনতে পারলেন?

রুক্মিণী মৈত্রর পর এবার ‘নটী বিনোদিনী’র চরিত্রে দেখা গেলো আরো এক অভিনেত্রীকে! বর্তমান সময়ে বাংলা সিনেমা ধীরে ধীরে নিজের জায়গা ফিরে পাচ্ছে। একসময় বাংলা সিনেমা থেকে মানুষ মুখ ঘুরিয়ে নিলেও ভালো কাজের মাধ্যমে দর্শক টানতে সক্ষম হয়েছে সিনেমাগুলি। ইতিমধ্যেই দারুণ দারুণ সিনেমা উঠে এসেছে সকলের সামনে। সেই তালিকাতেই যোগ হয়েছে নটী বিনোদিনীর জীবনকাহিনী নিয়ে তৈরি সিনেমা।

যেখানে এই চরিত্রতে দেখা যাবে অভিনেত্রী রুক্মিণীকে। ঐতিহাসিক এই চরিত্র নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন বিভিন্ন পরিচালক ও প্রযোজকেরা। দেবের সহ-প্রযোজনায় রাজকমল মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘বিনোদিনী এক নটীর উপাখ্যান’ সিনেমাটি আসতে চলেছে। তবে এবার এই একই চরিত্রে দেখা গেল আরো এক অভিনেত্রীকে।

সম্প্রতি প্রকাশ্যে এসেছে সেই ছবি। যা দেখার পর রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবিতে দেখা যাচ্ছে ন্যাড়া মাথা, গলায় তুলসীর মালা, পরনে গেরুয়া বস্ত্র মালা জপতে ব্যস্ত রয়েছেন একজন। তিনি আর কেউ নন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। জানা গিয়েছে, প্রযোজক রানা সরকারের আগত সিনেমা ‘লহ গৌরাঙ্গের নাম রে’তে নটী বিনোদিনী রূপে দেখা যাবে তাকে।

যদিও এটা নটী বিনোদিনীর জীবনকাহিনী নিয়ে নয়। প্রিয়াঙ্কার এই লুক শেয়ার করে রানা সরকার লিখেছেন, “নটী বিনোদিনী নিয়ে আরও একটা সিনেমা নয়। সৃজিত মুখার্জির ঘোষিত সিনেমা ‘লহ গৌরাঙ্গের নাম রে’-তে একটি গুরুত্বপূর্ন অংশ গিরিশ ঘোষ ও বিনোদিনী দাসীর গল্প। কীভাবে শ্রীচৈতন্যদেব প্রভাবিত করেছিল এদের দু’জনকে সেই গল্প। বিশদে এখনই বলা যাবে না।”