ভারত ছেড়ে হলিউডে নিজের জায়গা শক্ত করতেই বলিউডের নোংরা কেচ্ছা ফাঁস করলেন ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা!

তিনি বলিউডের ‘দেশি গার্ল’ হিসেবে পরিচিত। তবে বর্তমানে বলিউডের তুলনায় হলিউডেই বেশি দেখা যায় তাকে। হ্যাঁ, ঠিকই ধরেছেন আজ আমরা কথা বলছি জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার সম্পর্কে। বর্তমানে তার জনপ্রিয়তা বিশ্বব্যাপী। কারণ, বলিউডের পাশাপাশি হলিউডেও নিজের জায়গা পাকাপোক্ত করে ফেলেছেন তিনি। তবে কীভাবে হলিউডে কাজ করার কথা ভাবলেন এই অভিনেত্রী?
আজ আমরা সেই সম্পর্কেই আলোচনা করবো এই প্রতিবেদনে। বিশ্বসুন্দরীর খেতাব লাভ করার পর বলিউডে প্রবেশ করেছিলেন প্রিয়াঙ্কা। এরপর আর তাকে পেছন ফিরে তাকাতে হয়নি। কাজ করেছেন তাবড়-তাবড় অভিনেতাদের সাথে। তবে হঠাৎ করেই তিনি পাড়ি দেন হলিউডে। এই বিষয়ে অভিনেত্রী জানিয়েছেন, ‘সাত খুন মাফ’ সিনেমায় শ্যুটিং করার সময় তিনি অংশুলা আচার্যর নজরে আসেন।
তিনিই পরামর্শ দিয়েছিলেন হলিউডের মিউজিক ভিডিওতে কাজ করার। আর তাতে রাজি হয়ে গিয়েছিলেন প্রিয়াঙ্কা। এরপর তিনি হলিউডে গিয়ে মিউজিক ভিডিওতে কাজ করেন। এছাড়া অভিনেত্রী জানিয়েছেন বলিউডে তিনি ধীরে ধীরে কোণঠাসা হয়ে পড়ছিলেন। কেউ তাকে বেশি কাজ দিচ্ছিলেন না বরং অনেকের সাথেই তার বিবাদ তৈরি হয়েছিল। সেই কারণেই তিনি বলিউড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।
তবে মিউজিক ভিডিওতে খুব বেশি এগোতে পারেননি তিনি। এরপর তাকে আর একজন পরামর্শ দেন সেখানে অভিনয় করার। সেটিও মেনে নিয়ে হলিউডে অভিনয় জীবন শুরু করেন তিনি। এরপর তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন পপ তারকা নিক জোনাসের সাথে। বর্তমানে সেখানেই সংসার করছেন তিনি। কিছু সময় আগে কন্যা সন্তানের মা হয়েছেন অভিনেত্রী।