ঐন্দ্রিলার মৃত্যুতে থেমে নেই শো, প্রয়াত অভিনেত্রীর জায়গায় অভিনয় করতে চলেছেন টলিউডের এই সুন্দরী নায়িকা

Advertisement

তিনি যখন হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছিলেন, তখনই তার জায়গা নিয়ে নিয়েছিলেন অন্য কেউ। কী অবাক হচ্ছেন তো? ভাবছেন কার কথা বলা হচ্ছে। আসলে আজ আমরা কথা বলছি অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার সম্পর্কে। দীর্ঘদিন হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করেছেন তিনি। অবশেষে গত ১লা নভেম্বর সমস্ত মায়া ত্যাগ করে পাড়ি দিয়েছেন পরজগতে।

Advertisements

তবে তিনি যখন হাসপাতালে লড়াই করছিলেন তখন একটি ওয়েবসিরিজের কাজ হারিয়েছিলেন। আসলে তাকে ‘অলক্ষ্মীস ইন গোয়া’ নামক একটি ওয়েবসিরিজে দেখার কথা জানা গিয়েছিল। তবে হাসপাতালে ভর্তি হওয়ার পরপরই শোনা গিয়েছিল সেখানে অন্য কোনো অভিনেত্রীকে দেখা যাবে। এমনকি গোয়ায় তাকে ছাড়াই শুরু হয়েছিল শ্যুটিং।

Advertisements

যেহেতু বাংলা সিনেমার ক্ষেত্রে বাজেট খুবই কম থাকে। এছাড়া রাজ্যের বাইরে গিয়ে শ্যুটিং করলে খরচ বেড়ে যায় অনেকটাই। তাই ঐন্দ্রিলার সুস্থ হওয়া পর্যন্ত অপেক্ষা করার কোনো ঝুঁকি নেননি নির্মাতারা। এই বিষয়টি শোনার পর সমালোচনা শুরু করে দিয়েছিলেন অনেকেই। তবে তখন ঐন্দ্রিলার পরিবর্তে কোন অভিনেত্রীকে নেওয়া হয়েছিল সে বিষয়টি গোপন রাখা হয়েছিল।

সম্প্রতি জানা গিয়েছে সেই অভিনেত্রীর নাম। কারণ, সম্প্রতি প্রকাশ্যে এসেছে সেই ওয়েব সিরিজের পোস্টার। যেখানে জানা গিয়েছে ওই অভিনেত্রী প্রিয়াঙ্কা ভট্টাচার্য। একাধিক ধারাবাহিক এবং সিরিজে অভিনয় করেছেন তিনি। অন্যদিকে পরিচালক জয়দীপ মুখোপাধ্যায় জানিয়েছেন ঐন্দ্রিলার শ্যুট করা বেশ কিছু দৃশ্য থাকবে ওয়েবসিরিজে।

Related Articles