Advertisements

প্রভু দেবার সঙ্গে দুর্দান্ত ডান্স পারফরম্যান্স বলিউডের চাঁদনী শ্রীদেবীর, ফের ভাইরাল পুরনো ভিডিও

Advertisements

বলিউডের চাঁদনী শ্রীদেবী। বি-টাউনের প্রথম সারির অভিনেত্রী ছিলেন তিনি। এভারগ্রীন এই অভিনেত্রী আশি নব্বই দশকের সিনেমাগুলি রীতিমতো শাসন করেছেন। বলিউডের প্রথম নারী সুপারস্টার হিসাবে তার নাম উঠে আসে। মিস্টার ইন্ডিয়া হিম্মতওয়ালা চাঁদনী এই ধরনের অনেক ছবির জন্য প্রশংসিত হয়েছেন। শুধু নব্বই দশক নয় 2012 সালে যখন তিনি ইংলিশ ভিংলিশ ও মম দিয়ে আবার প্রত্যাবর্তন করলেন তখন নতুনভাবে দেখা গিয়েছিল তাকে। কামব্যাকের পর তার অভিনয় আবার মুগ্ধ করেছিল দর্শকদের।

বেশ কয়েক বছর পেরিয়ে গেছে তার মৃত্যুর। কিন্তু শ্রীদেবীকে আজও ভুলতে পারেনি দর্শককূল। আজো পর্দায় তার ছবি দেখলে চোখের কোণ ভিজে যায় অনেকের। শুধুই কি অভিনয় একজন দক্ষ নৃত্যশিল্পীও ছিলেন তিনি।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তার একটি পুরনো ভিডিও প্রকাশ্যে এসেছে যা পুরনো স্মৃতিকে মনে করিয়ে দিল। ভিডিওটি 2013 সালের একটি অ্যাওয়ার্ড ফাংশানের। এখানে শ্রীদেবী একের পর এক গানের তালে নেচে ছিলেন। পুরো মঞ্চ কেপে উঠেছিল তার নাচের ছন্দে। ভিডিওটিতে দেখা যাচ্ছে একাধিক হিন্দী গানের তালে পারফর্ম করছেন তিনি। তার এনার্জি ও নাচের স্টেপ মুগ্ধ করেছে সকলকে।

পুরনো ভিডিও হলো তো কি হলো সম্প্রতি তার সামনে আসতে পুনরায় ভাইরাল হয়েছে। শ্রীদেবীর সেই গ্ল্যামার সেই লুক আর সেই নাচের প্রতি ভালোবাসা আবার নজর কেড়েছে সকলের। বলিউড একজন সর্বকালের সেরা নায়িকা কে হারিয়ে ফেলেছে যে শূন্যস্থান পূর্ণ হওয়ার নয়।

Related Articles