সেই ছোট্ট ‘পটল’কে মনে আছে? পুরো চেহারা পাল্টে গেছে, দেখুন ভিডিও

Advertisement

পটলকুমার গানওয়ালা, সন্ধ্যার বিনোদনে যে ছোট্টো মেয়েটির জাদুতে মজেছিলো বাংলা, যার হাত ধরেই সিরিয়ালটির টিআরপি আকাশ ছোঁয়, সেই ছোট্টো পটেশ্বরী ওরফে পটলকুমার এখন আর ছোট্টো টি নেই।

Advertisements

গ্রাম থেকে বাবাকে শহরে খুঁজতে এসে পটেশ্বরী নামের পুঁচকে মেয়েটিকে জীবনের খাতিরেই ছদ্মবেশ নিতে হয় পটলকুমার নামে বাচ্চা ছেলের। যদিও শেষ পর্যন্ত বাবা সুজনকুমারকে খুঁজে পায় সে এবং দুজনে একসাথে মঞ্চে গান শুনিয়ে মাতিয়ে দেয় দর্শকদের হৃদয়।

Advertisements

সিরিয়ালের পটলকুমার অর্থাৎ বাস্তবের হিয়া এখন বড়ো হয়েছে। এগারো বছর বয়সে পা দিয়েছে হিয়া। স্টার জলসার আলো ছায়া সিরিয়ালের ছোট্টো ছায়ার ভূমিকায় মন জয় করেছে আবারও নেটিজেনদের। কিন্তু হিয়া তার সাথে মাতাচ্ছে ইনস্টাগ্রামের ভার্চুয়াল দুনিয়াকেও।

ইনস্টাগ্রামে দুষ্টু নামে অ্যাকাউন্ট আছে বছর এগারোর হিয়ার। মাঝে মাঝেই বেশ মিষ্টি লুকে সেখানে দেখা যায় হিয়া ওরফে পটলকে। তবে চেহারায় শিশুসুলভ ছাপ থাকলেও পরিণত কিশোরী হিয়া ইনস্টাগ্রামের হ্যান্ডেলে রীতিমত গ্ল্যামারাস । বিগত ২১ তারিখ নিজের জন্মদিনের বেশ কিছু ফটোতেই তা স্পষ্ট।

Related Articles