Salman Khan: হাঁটুর বয়সী মেয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছেন সালমান খান! ভাইজানের নতুন প্রেমিকাকে চেনেন?

Salman Khan: মেয়ের বয়সী নায়িকার সাথে প্রেম করছেন সলমন খান, কে সেই অভিনেত্রী? দেখে নিন তাঁর ছবি। বলি (Bolly) ইন্ডাস্ট্রির ভাইজান সলমন খান (Salman Khan)-কে সকলেরই চেনা। অন্যদিকে যিনি চিরকুমার হিসেবে পরিচিত ইন্ডাস্ট্রি জগতে। কয়েক বছর আগেই এই অভিনেতা বেরিয়েছেন ৫০-এর কোটা। তবে তাঁর মন রয়েছে এখনো রঙিন। সম্প্রতি শোনা গিয়েছে নতুন নায়িকার প্রেমে মজেছেন সলমন (Salman)। তাঁর সাথে এখানে ওখানে যেতেও দেখা যাচ্ছে অভিনেতাকে। কে সেই সুন্দরী নায়িকা? চলুন বিষয়টা সবিস্তারে জেনে নেওয়া যাক।
প্রসঙ্গত, বর্তমানে ইন্ডাস্ট্রি জগতে দাপিয়ে বেড়াচ্ছে খান পদবীর সুপারস্টাররা। চলতি বছরে শুরুতেই বড় পর্দায় মুক্তি পেয়েছে শাহরুখ (Shahrukh) অভিনীত ‘পাঠান’ (Pathan)। যা সব বিতর্ক উড়িয়ে বক্স অফিসে ম্যাজিক দেখিয়েছে। হাজার কোটি টাকার ব্যবসা করে ফেলেছে এই সিনেমা। পিছনে ফেলেছে অন্যান্য হিন্দি সিনেমাকে।তবে এবার বড় পর্দায় দাপট দেখাতে আসছে ভাইজান সলমন খান। সম্প্রতি ঈদে মুক্তি পেতে চলেছে সলমন খান অভিনীত ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিটি। যে ছবিতে রয়েছে ইন্ডাস্ট্রি জগতের নতুন সুন্দরী নায়িকা।
Salman Khan: ফের এলো খুনের হুমকি, এই দিনই মরবেন বলিউডের ‘ভাইজান’ সালমান খান!
আর এইসবের মাঝেই সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন ছড়িয়েছে নতুন নায়িকার সাথে প্রেম করছেন সলমন। খবর রটেছে ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির নায়িকা পূজা হেগড়ে (Pooja Hegde)-র সাথে ইনটু পিন্টু চলছে সলমন খান (Salman Khan)-এর। ছবির প্রচার পর্ব ছাড়াও তাঁদের একসাথে দেখা যাচ্ছে। এছাড়াও, তাঁদের এই প্রেমের সম্পর্ক সম্পর্কে নিজেদের নিশ্চিত ধারণা হয় পূজার ভাই ঋষভের বিয়ের পর। প্রসঙ্গত, চলতি বছরে বিবাহ ছিল পূজার ভাই ঋষভের।
View this post on Instagram
আর সেখানে উপস্থিত থাকতে দেখা গিয়েছে অভিনেতা সলমন খানকে। তবে এই বিষয়ে অভিনেত্রী পূজাকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, এই তথ্যটি পুরোটাই গুজব। কারণ তিনি বর্তমানে অবিবাহিতা এবং অবিবাহিতাই থাকতে চান। তিনি মন দিতে চান তাঁর কাজে। তিনি এইসব গুজবে কান দিয়ে সময় নষ্ট করতে চান না বলে জানিয়েছেন পূজা। তবে পুজা-সলমন (Pooja-Salman) অভিনীত ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবি দর্শকদের মধ্যে কতটা প্রভাব ফেলতে পারে সেটাই এখন দেখার বিষয়।