শরীর থেকে চুইয়ে পরছে জল, সুইমিংপুলের নীল জলে উষ্ণতা ছড়ালেন পূজা

Advertisement

ভারতীয় চলচ্চিত্র জগতের এক পরিচিত মুখ হল পূজা ব্যানার্জি (Pooja Banerjee)। যিনি শুধু টলি ইন্ডাস্ট্রি নয়, টলি (Tolly) ইন্ডাস্ট্রির পাশাপাশি অন্যান্য ইন্ডাস্ট্রিতেও কাজ করে ফেলেছেন। তবে অভিনয়ের পাশাপাশি তিনি মডেলিং করতেও বেশ পছন্দ করেন। যার প্রতিফলন সমাজ মাধ্যমে পাওয়া যায়। মাঝেমধ্যেই লাস্যময়ী রূপে সোশ্যাল মিডিয়ায় (Social Media) ধরা দেন পূজা। যা দেখে ঘায়েল হয় নেটজনতা।

Advertisements

সম্প্রতি আবারো একটি ভিডিও নেটদুনিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী পূজা ব্যানার্জি (Pooja Banerjee)। যেখানে সুইমিংপুলের স্বচ্ছ জলে জলকেলি করতে দেখা গিয়েছে পূজাকে। তাঁর পরনে দেখা গিয়েছে কালো মনোকিনি। উন্মুক্ত পোশাকে স্পষ্ট হয়েছে অভিনেত্রীর শরীরের বিভিন্ন অংশ। যা দেখে ঘাম ঝরছে নেটবাসীর।

Advertisements

ভিডিওটিতে অভিনেত্রী পূজা (Pooja)-কে কখনো জলের নীচে আবার কখনো জল থেকে উঠে বোল্ড চাওনিতে পোজ দিতে দেখা গিয়েছে। ভিডিওটি নেটদুনিয়ায় পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, তিনি আবার যতদিন না আসছেন, ততদিন পর্যন্ত ব্যাঙ্গালোরকে বিদায়। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে তিনি এই মুহূর্তটি ব্যাঙ্গালোরের কোনো সুইমিংপুল থেকে ক্যামেরাবন্দি করেছেন।

তবে কালো মনোকিনিতে তাঁর এই ভেজা শরীর উষ্ণতার পারদ চড়িয়েছে ইন্টারনেটে (Internet)। ঘুম কেড়েছেন নেটজনতার। এই ভিডিও দেখে উপচে পড়া মন্তব্য দেখা গিয়েছে অভিনেত্রী ভিডিওর কমেন্ট বক্সে। কেউ লিখেছেন, তুমি আগের মতোই সুন্দরী। আবার কেউ লিখেছেন, তাঁর এই রুপ দেখে মার্ডার ছবির একটি গানের কথা মনে পড়ে গিয়েছে।

তবে শুধু শর্ট ড্রেসে নয়, বঙ্গনারীবেশেও নেটদুনিয়ায় আগুন লাগান অভিনেত্রী পূজা ব্যানার্জি (Pooja Banerjee)। তবে সাম্প্রতিক তাঁর এই ভেজা শরীরের লাস্যময়ী রূপ চোখ ঝলসে দিয়েছে নেটবাসীর। ইতিমধ্যে ভিডিওটি পছন্দ করেছেন প্রায় ১ লাখ ২০ হাজারেরও বেশি মানুষ। অভিনেত্রীকে ভালোবাসায় ভরে দিয়েছে তাঁর ভক্তমহল।

Related Articles