বলি অভিনেতা সুনীল শেট্টির মেয়ে ‘পটল’ খ্যাত হিয়া? ভাইরাল ছবি ঘিরে হইচই নেটপাড়ায়

টেলিভিশনের পর্দায় কয়েকবছর আগে সম্প্রচারিত হত ধারাবাহিক ‘পটলকুমার গানওয়ালা’। ‘পটল’ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল একটি বাচ্চা মেয়েকে। তার অভিনয় প্রশংসা কুড়িয়েছিল সকলের কাছে। এরপর থেকেই তার নাম হয়ে যায় ‘পটল’। যদিও তার নাম হিয়া। তবে সকলেই তাকে ‘পটল’ বলেই চেনেন। এতো ছোট বয়সে এতটা সাফল্য হয়তো সকলের কাছে আসে না।
টলি পাড়ার জনপ্রিয় মুখ হয়ে উঠেছে সে। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে। আস সেই ছবিতে দেখা গিয়েছে হিয়াকে। সেটি বলিউড অভিনেতা সুনীল শেট্টির পরিবারের ছবি৷ কিন্তু সেখানে হিয়াকে কীভাবে দেখা যেতে পারে! চমকে গেলেন তো! সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ছবি। সেখানে সুনীল শেট্টি, তার স্ত্রী মানা শেট্টি ও তার পাশে বসে রয়েছে আহান শেট্টি এবং নীচে আসে রয়েছে হিয়া।
আর এই ছবি দেখে নেট দুনিয়ার মানুষ বেশ চমকে গিয়েছেন। কারণ সুনীল শেট্টির পরিবারে হিয়া কোথা থেকে আসবেন! তবে কি ছবিটি এডিট করা! না কোনোরকম এডিট বা ফটোশপ করা হয়নি। আসলে পাশে বসে ওই ছোট্ট মেয়েটি হলেন সুনীল শেট্টির কন্যা আথিয়া শেট্টি। তার ছোটোবেলার মুখটি হিয়া ওরফে পটলের মতন লাগছে।
এদিকে ছবিটি নেট দুনিয়ার সকলে শেয়ার করে ট্রোল করা শুরু করেছেন। অনেকেই সুনীল শেট্টির মেয়ে আথিয়াকে হিয়া বলছেন। প্রসঙ্গত উল্লেখ্য, হিয়া তার অভিনয়ের জন্য দর্শক মহলে বেশ জনপ্রিয় হয়ে ওঠেন। কেউই তার মুখটি ভুলতে পারেননি৷ তাই আথিয়ার সঙ্গে তার মুখের মিল পেয়েই সোশ্যাল মিডিয়ায় ট্রোল করছেন সকলে।