ছবির এই ছোট্ট মেয়েটি বর্তমানে বলিউডের ‘হটবম্ব’ অভিনেত্রী, নাম বলা চ্যালেঞ্জের

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ছবি, যেখানে দেখা গিয়েছে একটি বাচ্চা মেয়েকে। তবে তিনি আর কেউ নন সাম্প্রতিক সময়ের জনপ্রিয় বলিউড অভিনেত্রী। বিশ শতকের মাঝামাঝি সময়ে বলিউডে বহু অভিনেত্রী কেরিয়ার শুরু করেছিলেন।
তবে তাদের মধ্যে কেউ কেউ নিজের জায়গা পাকাপোক্ত করে ফেলেছেন, আবার কেউ কেউ হারিয়ে গিয়েছেন। তাদের মধ্যেই এমন একজন রয়েছেন যিনি এখনো পর্যন্ত চুটিয়ে কাজ করছেন বলিউডে, যিনি হলেন প্রিয়াঙ্কা চোপড়ার বোন পরিণীতি চোপড়া।
‘লেডিজ ভার্সেস রিকি বহেল’ সিনেমার মাধ্যমে বলিউডে কেরিয়ার শুরু করেছিলেন তিনি। যদিও সেখানে তাকে পার্শ্বচরিত্রে দেখা গিয়েছিল। এরপর নায়িকা হিসেবে তাকে প্রথম দেখা যায় অর্জুন কাপুরের বিপরীতে ‘ইশকজাদে’ সিনেমায়। এরপর আর তাকে পেছন ফিরে তাকাতে হয়নি, হাতে পেয়েছেন একাধিক কাজ।
যার মধ্যে অন্যতম হলো ‘গার্ল অন দ্য ট্রেন’, ‘হাসি তো ফাঁসি’, ‘মেরি প্যায়ারি বিন্দু’ প্রভৃতি। অন্যদিকে খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি। তবে পাত্র কিন্তু বলিউডের কেউ নন বরং জনপ্রিয় রাজনীতিবিদ রাঘব চড্ডা। শোনা যায় তাদের নাকি এংগেজমেন্ট হয়ে গিয়েছে। তবে এই বিষয়ে প্রশ্ন করলে বারবার এড়িয়ে গিয়েছেন দু’জনেই।