মানুষ নয়, সাপ চালাচ্ছে গাড়ি! ‘পঞ্চমী’ সিরিয়ালের গাঁজাখুরি দৃশ্য দেখে হেসে লুটোপুটি দর্শকেরা

Advertisement

কথায় আছে গল্পের গোরু গাছে ওঠে, কিন্তু আপনি কি কখনো দেখেছেন সাপের গাড়ি চালানো? দেখেননি তো? তবে এমনই দৃশ্য ধরা পড়েছে একটি বাংলা ধারাবাহিকে। যা দেখে রীতিমতো ট্রোলিংয়ের ঝড় সোশ্যাল মিডিয়ায়। বর্তমান সময়ে বাংলা ধারাবাহিকের রমরমা আমরা সকলেই জানি। বিভিন্ন চ্যানেলের তরফ থেকে বিভিন্ন স্বাদের ধারাবাহিক নিয়ে আসা হয় দর্শকদের জন্য।

Advertisements

বেশিরভাগ ধারাবাহিকে দেখানো হয় সাংসারিক ঝামেলা বা কূটকাচালি। তবে এরই মাঝে এমন কিছু ধারাবাহিক রয়েছে যেখানে প্রাচীন অলৌকিক কাহিনীকে তুলে ধরা হয়। সেরকমই একটি ধারাবাহিক হলো স্টার জলসার ‘পঞ্চমী’। যেখানে মূলত ইচ্ছাধারী নাগিনীর দৃশ্য ফুটে ওঠে। এসব ধারাবাহিকে মূলত কোনো যুক্তিবুদ্ধি কাজ করে না।

Advertisements

কারণ, সেখানে এমন কিছু দৃশ্য দেখানো হয় যেগুলির কোনো সত্যতা থাকে না। সেরকমই একটি দৃশ্য সম্প্রতি সেখানে দেখানো হয়েছে। যা দেখার পর মজার মজার কমেন্টে ভরিয়ে তুলেছেন নেটিজেনরা। আসলে সেখানে দেখা যায় গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে একটি নীল রঙের সাপ। ধারাবাহিকের নায়িকা পঞ্চমীর বিপদের দিনে সেই সাপটি সাহায্যের জন্য এসেছিল।

তবে সেই দৃশ্য দেখার পর বিভিন্ন মন্তব্য করেছেন নেটিজেনরা। যেমন কেউ লিখেছেন ‘সস্তার গাঁজা খেয়ে চিত্রনাট্য লিখলে এমনই হয়।’ আবার কেউ লিখেছেন, ‘সাপ কীভাবে গাড়ি চালাচ্ছে? ওর কি ড্রাইভিং লাইসেন্স আছে?’ আবার কারোর আক্ষেপ ‘সাপ গাড়ি চালানো শিখে গেলো, অথচ আমি এখনো সাইকেল চালানো শিখলাম না।’ সবমিলিয়ে ট্রোলিংয়ে ভরিয়ে তুলেছেন সকলে।

Related Articles