বিনোদনভাইরাল ভিডিও

‘বন্ধুর থেকে শত্রু অনেক ভালো’, বিয়ে না করা নিয়ে তৃণা প্রশ্ন করতেই বিরক্ত ঐন্দ্রিলা!

তারা একই ফ্ল্যাটে থাকেন তবে একজনের প্রতি আরেকজন রীতিমতো বিরক্ত হয়ে উঠেছেন। কী অবাক হচ্ছেন তো? ভাবছেন কাদের সম্পর্কে আলোচনা করা হচ্ছে। আসলে আজ আমরা কথা বলছি দুই অভিনেত্রী তৃণা সাহা এবং ঐন্দ্রিলা সেনের সম্পর্কে। তারা একই ফ্ল্যাটে বসবাস করেন, এমনকি দু’জনের বন্ধুত্ব অনেক দিনের। তবে ঐন্দ্রিলা দাবী করেছেন তৃণা মোটেও তার বন্ধু নন।

এমনকি তাকে শত্রু বললেও নাকি কম বলা হয়। কারণ, তৃণা তাকে এমন সব প্রশ্ন করছেন যার ফলে তার প্রাণ রীতিমতো ওষ্ঠাগত। সম্প্রতি ঐন্দ্রিলা একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে তৃণা তাকে জিজ্ঞেস করছেন ১৩ বছর সম্পর্কে থাকার পরেও কেন বিয়ে করছেন না ঐন্দ্রিলা এবং অঙ্কুশ? আর এইসব প্রশ্নই বিরক্ত হয়ে উঠেছেন ঐন্দ্রিলা। এমনকি তার উদ্দেশ্যে ক্ষোভ উগড়ে দেন তিনি।

এই বিষয়ে তিনি জানিয়েছেন, ‘এই জন্যই বলে বন্ধু থেকে শত্রু বানানো অনেক ভালো। এ নাকি বন্ধু! আমি ভাবতে পারছি না আমাদের সঙ্গে এমনটা ঘটছে।’ তবে শুধু তৃণাই নন এই একই প্রশ্ন করতে দেখা গিয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে বিক্রম চট্টোপাধ্যায়কেও। সকলের মুখে একটাই কথা, ১৩ বছর সম্পর্কে থাকার পরেও বিয়ে করছেন না কেন তারা?

আসলে ঘটনার সূত্রপাত অঙ্কুশের শেয়ার করা একটি ছবি। থেকে যেখানে অঙ্কুশ জানিয়েছেন, ১৩ বছর সম্পর্কে থাকার পরেও বিয়েটা হচ্ছে কিনা সেই বিষয়ে নিশ্চিত নন তিনি। যা দেখার পর সকলে তাকে প্রশ্ন করতে শুরু করেন। তবে মনে করা হচ্ছে এই সমস্ত কিছু তাদের আগামী সিনেমা ‘লাভ ম্যারেজ’এর প্রমোশনের জন্যই করা হচ্ছে। যদিও ১৪ই ফেব্রুয়ারী এই বিষয়ে খোলসা করে জানাবেন বলেই আশ্বাস দিয়েছেন অঙ্কুশ।