বিনোদনভাইরাল ভিডিও

‘অঙ্কুশ অত্যাচার করে’, শুভশ্রীর কাছে বিয়ে ভাঙার কারণ ফাঁস করলেন ঐন্দ্রিলা!

কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় একেবারে বোম ফেলেছিলেন টলিপাড়ার মোস্ট চর্চিত এই জুটি। ঐন্দ্রিলা ঠোটে ঠোট বসানোর আদুরে ছবি শেয়ার করে নিয়েছিলেন কিন্তু বিচ্ছেদের ইঙ্গিত দিয়ে লিখেছিলেন কিছু বিশেষ কারণে বিয়েটা হবে কিনা জানিনা! ১৩ বছরের সম্পর্কে শেষে এমন বিচ্ছেদ কি করে এলো এ নিয়ে রীতিমতো দ্বন্ধে পড়েছিলেন অনুরাগী সহ ইন্ডাস্ট্রির লোকজনও। এবার সামনে এলো এক বিস্ফোরক তথ্য!

ঐন্দ্রিলা নাকি অত্যাচারের শিকার হন অঙ্কুশের হাতে এমনটাই খবর।গত কয়েকদিন আগেই facebook এর পাতায় পোস্ট দিয়ে অভিনেতা লিখেছিলেন এই বিয়ে বোধহয় সম্ভব নয়। এত বছরের সম্পর্ক কি কারণে ভেঙে যাচ্ছে কারণ জানতেই শোরগোল পড়ে যায় গোটা বাংলায়। এমন বয়ানের পর ঘটনার সত্যতা জানতে ঐন্দ্রিলাকে ফোনও করেন শুভশ্রী। আর তার উত্তরে উঠে আসে সিক্রেট। অভিনেত্রী জানান অঙ্কুশ নাকি তার ওপর অকথ্য অত্যাচার করেন।

শুভশ্রী কথাই, “ফাইনালি তেরো বছর হয়ে গিয়েছে ১৪ ফেব্রুয়ারি তোদের ১৩ বছর পূর্ণ হল। রিল লাইফে চলবে নাকি! কিসের জন্য বিয়ে করছিস না।” এ প্রশ্নের রীতিমতো অপ্রস্তুত হয়ে জবাব দেন ঐন্দ্রিলা। উত্তরে বলেন “অঙ্কুশটা আমাকে খুব টর্চার করে জানো তো, ওই হাত-পা টিপে দিতে বলে এত আমার দ্বারা হয় বলো! ওই জন্যই তো বিয়েটা করছি না।” তবে চমক এখনো বাকি আছে। এর ব‍্যাক স্টোরিটা একেবারেই আলাদা।

এরপরই দেখা যায় আসল ঘটনা, দেখা গেছে অঙ্কুশের ঐন্দ্রিলার পা টিপে দিচ্ছে। আবার ঐন্দ্রিলা অঙ্কুশকে খোঁচা দিয়ে জিজ্ঞেস করে ঠিক আছে তো বেবি? অঙ্কুশ বলেন আসল কারণটা তো এর থেকেও বেশি লজ্জাজনক।আসলে এই পুরোটাই প্রচারের অংশ মাত্র। প্রেমেন্দু বিকাশ চাকীর আগামী ছবি “লাভ ম্যারেজ” ছবিতে জুটি বাঁধতে চলেছেন অঙ্কুশ ঐন্দ্রিলা।

ট্রেলার অনুযায়ী অঙ্কুশের গার্লফ্রেন্ডের মাকে দেখে পুরনো দিনের কথা মনে পড়ে যায় অঙ্কুশের বাবার। হয়তো অঙ্কুশের বাবার সাথে তার মায়ের পূর্বে কোন সম্পর্ক ছিল যা ফের শুরু হয় বর্তমানে। আসলে ছবির গল্প অনুযায়ী বাবা মায়ের প্রেমের জেরে বিয়েতে বসতে পারছে না অঙ্কুশ ঐন্দ্রিলা। আগামী 14 এপ্রিল নববর্ষে মুক্তি পাবে এই ছবিটি।