বিনোদনভাইরাল ভিডিও

টলিউডের এই নায়কের সঙ্গে প্রেম করছে অঙ্কুশ! অবশেষে সত্যিটা ফাঁস করলেন ঐন্দ্রিলা

অন্য একজনের সাথে সম্পর্ক রয়েছে বলেই ঐন্দ্রিলা সেনের সাথে বিয়ে সম্ভব নয় অঙ্কুশ হাজরার। এমনটাই মনে করছেন অভিনেত্রী! কী অবাক হচ্ছেন তো? ভাবছেন ১৩ বছর ধরে সম্পর্কে আবদ্ধ রয়েছেন এই দু’জন। এরই মাঝে তৃতীয় ব্যক্তি হিসেবে কে প্রবেশ করলেন তাদের মাঝে? আসুন তাহলে সম্পূর্ণ বিষয়টি খোলসা করেই বলা যাক। ঘটনার সূত্রপাত অঙ্কুশের করা একটি সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে।

যেখানে দু’জনের ঘনিষ্ঠ মুহূর্তের একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘কিছু বিশেষ কারণে আমাদের বিয়েটা হবে কিনা জানিনা। কিন্তু ১৪ই ফেব্রুয়ারী আমাদের সম্পর্কের ১৩ বছর পূর্ণ হবে। নিজের জন্মদিনে এর থেকে ভালো উপহার আর কী-ই বা হতে পারে? বাকিটা ব্যক্তিগত।’ এই পোস্ট দেখার পর প্রশ্নের ঝড় উঠে এসেছে তাদের দিকে। অনুরাগীদের পাশাপাশি তারকারাও এই বিষয়ে প্রশ্ন করেছেন।

যেই তালিকায় রয়েছেন আবীর চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, বিক্রম চট্টোপাধ্যায়, তৃণা সাহা, থেকে শুরু করে কৌশানী। সকলের মুখে একটাই প্রশ্ন কেন বিয়ে করছেন না তারা? এসবের মাঝেই একটি চাঞ্চল্যকর মন্তব্য করে বসলেন ঐন্দ্রিলা। কৌশানির প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন ‘কৌশানীর প্রেমিক বনি এবং অঙ্কুশের মধ্যে কিছু একটা চলছে।’

ফোনেতে এই তথ্য দেওয়ার পরই ফোন রেখে ক্যামেরার দিকে তিনি হেসে বলেন, ‘এবার ওদের দু’জনের মধ্যে ঝগড়া লাগবে। মেটাতে মেটাতে ১৪ই ফেব্রুয়ারী চলে আসবে। ততদিনে ভুলেও যাবে।’ আসলে মনে করা হচ্ছে ১৪ই ফেব্রুয়ারী তাদের আগামী কোনো সিনেমার কথা ঘোষণা হতে চলেছে। সেই কারণেই প্রচারের জন্য এই সমস্ত উপায় অবলম্বন করছেন তারা।