বিনোদন

লন্ডনে পড়তে গিয়ে লজ্জার সীমা অতিক্রম করল কাজল কন্যা নাইসা, কি প্রতিক্রিয়া অভিনেত্রীর

বিটাউনে স্টার কিডদের জনপ্রিয়তার সবসময়ই তুঙ্গে। কিছু করেই হোক বা না করেই পাপারাজ্জির চোখ সর্বদায় তাদের দিকেই থাকে। তারা কি করছেন কোথায় যাচ্ছেন সবটাই ক্যামেরাবন্দি হয়ে যায়। এমনই এক জনপ্রিয় স্টারকিড নাইসা, বলিউডের সিংহম অজয় দেবগণ ও কাজলের মেয়ে নাইসা দেবগণ। এখনো পর্যন্ত বলিউডে ডেবিউ না করে থাকলেও নিজের স্টাইল সেন্সের এর জন্য মাঝে মাঝেই লাইম লাইটে আসেন তিনি।

বর্তমানে এই স্টারকিড রয়েছেন সুইজারল্যান্ডে, পড়াশোনা সূত্রেই বিদেশের রয়েছেন তিনি। তবে সম্প্রতি তিনি ফ্রেমবন্দী হলেন লন্ডন থেকে। ইন্টারনেট সেন্সেশন কাজল কন্যা নাইসার একের পর এক ছবিতে উত্তাল হলো সোশ‍্যাল মিডিয়া।

বন্ধুদের সাথে মাঝেমধ্যেই পার্টিতে মজে থাকতে দেখা যায় নাইসাকে। সম্প্রতি তেমনই একটি ছবি ভাইরাল হয়েছে। এদিন ইংরেজ পপ তারকা ডুয়া লিপার এর এক কনসার্টে গিয়েছিলেন নাইসা, সেই ছবি পোস্ট করেছেন নাইসার এক বন্ধু যেখানে সাধারণ লুকের নাইসা হয়ে উঠেছে হটবেব।

সেই ছবিতে তার দেখা মিলেছে গর্জাস কালো টপ ও টাইট প্যান্টে। একবারে পার্টি মেজাজে পার্টির লাইমলাইট কেড়ে নিয়েছেন কাজলকন‍্যা। সেই পার্টির ছবির সামনে আসতেই ছবিতে সুন্দরী নাইসাকে দেখে মুগ্ধ হয়েছেন বিভিন্ন অভিনেত্রী সহ আমজনতাও। তার স্টাইলিস বোল্ড লুকে কাত হলেন অনুরাগীরা।

যেভাবে তিনি ফ্যাশনশ‍্যুটে বা পার্টিতে নজর কাড়ছেন তাতে অনেকের মনে প্রশ্ন জেগেছে এবার কি বলিউডে পা রাখতে চলেছে কাজল কন‍্যা! এ ব্যাপারে অজয় দেবগন অবশ্য জানিয়েছেন যে বাচ্চাদের মতিগতি বোঝা অসম্ভব আপাতত বিদেশে পড়াশোনায় ব‍্যস্ত তার কন‍্যা।