‘পঞ্চায়েত ভোটে ঘপাঘপ খাওয়াবে…’ ভরা সভায় দাড়িয়ে একি বললেন সাংসদ-অভিনেত্রী নুসরত?

Advertisement

টলি পাড়ার জনপ্রিয় অভিনেত্রী হলেন নুসরাত জাহান (Nusrat Jahan)। তিনি অভিনেত্রী হওয়ার পাশাপাশি একজন তৃনমূল সাংসদ। অভিনয় করার পাশাপাশি রাজনৈতিক মঞ্চেও থাকে তার কাজকর্ম। তাই মাঝেমধ্যে নানান তৃনমূলের সভায় তাকে দেখতে পাওয়া যায়। অভিনয় করে টলি পাড়ার গ্ল্যামারাস অভিনেত্রীদের তালিকায় প্রথমের দিকে জায়গা করে নিয়েছেন। তেমনি রাজনৈতিক দিকটিও বেশ মনোযোগের সঙ্গে সামলান নুসরাত।

Advertisements

সামনেই পঞ্চায়েত ভোট। আর এই ভোটের প্রাক্কালে প্রস্তুতি শুরু করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দলগুলি। তার জন্য চারিদিকে চলছে জনসভা, মিছিল এবং তার সঙ্গে পাল্লা দিয়ে চলছে হুমকি ও হুঁশিয়ারি। এরইমধ্যে বিরোধীদের বাঁশ দিয়ে পেটানোর হুমকি দিলেন তৃনমূল সাংসদ নুসরাত জাহান। গত রবিবার ভোটের প্রচারের জন্য বসিরহাটের সোলাদানায় ১ নম্বর ব্লক যুবর উদ্যোগে আয়োজন করা হয় তৃনমূলের নবজোয়ার কর্মসূচির প্রস্তুতি।

Advertisements

আর সেই অনুষ্ঠানে হাজির ছিলেন তৃনমূল সাংসদ নুসরাত জাহান। সেখানে ভরা মঞ্চে তিনি বক্তব্য রাখেন তিনি। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বসিরহাটে আসছেন তার নবজোয়ার কর্মসূচি নিয়ে। সেখানে মানুষ নিজের প্রার্থী বেছে নেবেন৷ তৃনমূলে মানুষকে সেই অধিকার দেওয়া হয়। আমাদের দলে সবকিছু স্বচ্ছ। ভালো খারাপ সব আপনাদের সামনে।”

এরপর তিনি বলেন, “সততার সঙ্গে যারা তৃনমূলে ছিলেন তারা আছেন ও থাকবেন। দিদি এর আগে লড়াই করেছেন৷ সেই লড়াই আমরা চালিয়ে নিয়ে যাবো। আজকে বড় বড় ষড়যন্ত্র করছে। ধর্ম নিয়ে খেলা করছে। মানুষকে উস্কে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু পঞ্চায়েত ভোটে মানুষ কথা বলবে। সবেতেই তো মুখ থুবড়ে পড়ে গেলো। কারণ আমরা ডবল ইঞ্জিনের সরকার বিশ্বাস করি না। ”

নুসরাতের বক্তব্য, “এর আগে বসিরহাটের মানুষ যেমন কঞ্চি বাঁশ নিয়ে তাড়া করেছিল এবার তাই করবে। কেন্দ্র সরকার কোনোকিছুই করেনি৷ শুধু মানুষকে বঞ্চিত করেছে। ১০০ দিনের টাকা বন্ধ করে দিয়েছে যাতে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য কিছু করতে না পারে। ওরা মানুষের একটিও ভেট পাবে না৷ বসিরহাটের মানুষ পঞ্চায়েত ভোটে বাঁশ দিয়ে ঘপাঘপ খাওয়াবে। মানুষ যতই বলুক আমাদের নেত্রী মানুষের জন্য দল করেন। যদি পাঁচজন ভুল হয় তাহলে আমাদের নেত্রী ভুল নয়”।

Related Articles