Nusrat Jahan: খোলা শার্টের বোতাম, এমন অবস্থায় ধরা দিলেন সাংসদ-অভিনেত্রী নুসরত!

Nusrat Jahan: শার্টের বোতাম খুলে ব্রালেট ফ্লন্ট করে নেটদুনিয়ায় ঝড় তুললেন নুসরত, প্রশংসায় পঞ্চমুখ নেটমহল। টলি (Tolly) ইন্ডাস্ট্রির জনপ্রিয় এক অভিনেত্রী হলেন নুসরত জাহান (Nusrat Jahan)। অন্যদিকে তিনি একজন তৃণমূল সাংসদও বটে। প্রায় সময়ই সোশ্যাল মিডিয়ায় চর্চার মধ্যগগনে উঠে আসেন অভিনেত্রী তথা সাংসদ নুসরত। তবে সম্প্রতি ফ্যাশন স্টেটমেন্ট নিয়ে শিরোনাম দখল করলেন নুসরত। যা দেখে প্রশংসায় পঞ্চমুখ নেটজনতা।
সম্প্রতি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে অভিনেত্রী নুসরত (Nusrat)-এর একটি ডেনিম সেটের লুক। যেখানে অভিনেত্রীকে ডেনিম শার্টের বোতাম খুলে কালো ব্রালেট ফ্লন্ট করতে দেখা গিয়েছে। তাঁর এই লুক নেটজনতাকে মনে করিয়ে দিয়েছে ‘ডেনিম অন ডেনিম’ ট্রেন্ডের কথা। পূর্বে আন্তর্জাতিক ফ্যাশন দুনিয়াতে এটাই ট্রেন্ড ছিল। আগেকার সময় তারকাদের এই ধরনের আউটফিটেই দেখা যেত। তবে মাঝে এই ধরনের পোশাক আউট অফ ফ্যাশন হয়ে যায়। তবে সাম্প্রতিক সময়ে আবারো ফিরছে এই ট্রেন্ডি লুক।
Nusrat Jahan: ‘ঝিমন্ত মুরগী’র তকমা পেলেন নুসরত জাহান, এমন কি করলেন অভিনেত্রী
শুধু নুসরত (Nusrat) নয়, আরো অনেককেই এই লুকে দেখা যাচ্ছে। তবে সাম্প্রতিক নুসরতের এই লুক নজর কেড়েছে দর্শকদের। প্রসঙ্গত, এই ডেনিম লুক ক্রিয়েট করে ফটোশুট করেছেন অভিনেত্রী তথা সংসদ নুসরত (Nusrat)। এই ডেনিম লুকে তাঁর পরনে দেখা গিয়েছে বোতাম খোলা ডেনিম শার্ট। সাথে পড়েছেন কালো রঙের ডিপ নেকলাইন ব্রালেট। সাথে নিম্নাঙ্গে পড়েছেন ট্রাউজার। যে ট্রাউজারে রয়েছে সার্কেল ডিটেলিং।
View this post on Instagram
তবে শুধু ট্রাউজার নয়, ডেনিম শার্টেও রয়েছে এই সার্কেল ডিটেলিং। যা ট্রাউজার এবং শার্টকে দুর্দান্ত লুক দিয়েছে। এই পোশাকের সাথে ন্যুড মেকআপো দেখা গিয়েছে অভিনেত্রী নুসরত (Nusrat)-কে। জানা গেছে, তাঁর এই লুকটি ক্রিয়েট করেছেন কিয়ারা সেন। অভিনেত্রী তার এই পোশাকের সেটটি কিনেছেন ‘ডেনিম দর্জি’ ক্লোদিং ব্র্যান্ড থেকে। তবে সব মিলিয়ে সম্পূর্ণ লুকে দেখা গেছে নুসরতকে। যা দেখে প্রশংসা করতে বাধ্য নেটজনতা।