‘জীবন্ত কঙ্কাল’, যশের উপর বদলা নিতে গিয়ে নিজেই নোংরা কটাক্ষের শিকার নুসরত!

Advertisement

সম্প্রতি এবার নিজের চেহারার কারণে তুমুল কটাক্ষের শিকার হলেন অভিনেত্রী নুসরত জাহান। এমনকি তাকে কঙ্কালের সাথেও তুলনা করা হলো। কী হয়েছিল? আসুন তাহলে সেই বিষয়েই জেনে নেওয়া যাক। টলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী তথা সাংসদ নুসরত সোশ্যাল মিডিয়ায় ভীষণই সক্রিয় থাকেন। নিজের জীবনের নানান দৃশ্যকে তিনি ভাগ করে নেন সোশ্যাল মিডিয়ায়।

Advertisements

সম্প্রতি সেরকমই একটি ভিডিও পোস্ট করেছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। যদিও সেটি স্বামী যশের প্রতি প্রতিশোধ নেওয়ার জন্যই তৈরি করেছেন। আসলে কিছুদিন আগে রাজস্থানের উদয়পুরে ঘুরতে গিয়েছিলেন তারা। যেখানে যশকে নুসরতের ছবি তুলে দিতে বললে তিনি তা না করে সেলফি ক্যামেরায় নিজের ছবি তুলে গিয়েছিলেন।

Advertisements

যা দেখার পর নুসরত সেই ভিডিওতে কমেন্ট করে জানিয়েছিলেন এর প্রতিশোধ তিনি নেবেন। সম্প্রতি সেই প্রতিশোধ নেওয়ার ভিডিও তিনি ভাগ করেছেন সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে যশ ফটোশ্যট করতে ব্যস্ত। কিন্তু হঠাৎ তার সামনে লাফাতে লাফাতে হাজির হন অভিনেত্রী। আসলে যশকে বিরক্ত করতেই তিনি এমন কাণ্ড ঘটিয়েছেন।

যদিও এই ঘটনার পর তুমুল কটাক্ষের সম্মুখীন হতে হয়েছে নুসরতকে। কেউ যেমন লিখেছেন, ‘দেখে মনে হচ্ছে একটা কঙ্কাল নাচানাচি করছে।’ আবার কারোর মতে, ‘শুঁটকি মাছ আলট্রা প্রো-ম্যাক্স আমাদের সাংসদ।’ সবমিলিয়ে নানান কু-মন্তব্য ভেসে এসেছে তার দিকে। যদিও এসব বিষয়ে কখনোই তোয়াক্কা করেন না অভিনেত্রী বরং নিজের মতোই জীবনযাপন করেন।

Related Articles