ঠোঁট কেটে মোটা, নাক কেটে সোজা! প্লাস্টিক সার্জারির বিতর্ক নিয়ে মুখ খুললেন ‘মহানায়িকা’ নুসরত

Advertisement

ঠোঁটের পর এবার নাক সার্জারি করালেন নুসরত? বিতর্কে মুখ খুললেন অভিনেত্রী। উন্নত প্রযুক্তির যুগে প্রতিনিয়ত বদল ঘটছে বিভিন্ন জিনিসের। যা ইন্ডাস্ট্রিতেও লক্ষ্যণীয়। বর্তমানে বলিউডের (Bollywood) মতো টলিউডের (Tollywood) তারকারাও নিজেদের সৌন্দর্য বৃদ্ধিতে মুখমন্ডলের বিভিন্ন জায়গায় চালাচ্ছেন ছুড়ি-কাঁচি। নাক, চোখ সবকিছুই প্লাস্টিক সার্জারির মাধ্যমে বদলে ফেলছেন। সেই তালিকায় নাম যুক্ত হয়েছে নুসরত জাহান (Nusrat Jahan)-এর।

Advertisements

টলি ইন্ডাস্ট্রির অন্যতম অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan)। যাঁকে নিয়ে জোর চর্চা চলে সোশ্যাল মিডিয়ায়। অভিনয় জগতের তুলনায় ব্যক্তিগত জীবন নিয়েই বেশি চর্চিত হন নুসরত। তবে এবারে প্লাস্টিক সার্জারি নিয়ে বিতর্কের মুখে পড়লেন নুসরত। পূর্বে বেশ কয়েক বছর আগে তাঁর পাতলা ঠোঁট মোটা করার নিয়ে সমালোচিত হয়েছিলেন নুসরত। তবে এবার তাঁর নাকের গড়ন নিয়ে সমালোচনার সম্মুখীন হতে হল নুসরতকে। সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হয়েছে অভিনেত্রী নুসরতের পুরোনো ছবি।

Advertisements

যে ছবিতে তাঁর নাকের গড়ন বড় দেখাচ্ছে। তবে বর্তমানের ছবিতে অভিনেত্রীর সেই নাকের গড়ন সরু দেখাচ্ছে। আর এই সূত্র ধরেই নেটিজেনদের দাবি অভিনেত্রী তাঁর ঠোঁটের পর নাক সার্জারি করিয়েছেন। তবে সাম্প্রতিক এই বিতর্কে মুখ খুলেছেন নুসরত। ‘ইশক উইথ নুসরত’ টক শোতে এসে তিনি তাঁর বিতর্কিত বিভিন্ন বিষয়ে মন খুলে কথা বলেছেন। অভিনেত্রী তাঁর নাকের এই গড়ন প্রসঙ্গে বলেছেন, অনেকেই ভাবছেন তিনি তাঁর নাকের প্লাস্টিক সার্জারি করিয়েছেন।

সেই ভাবনা ভুল। তিনি তাঁর নাকের কোনো সার্জারি করায়নি। হরমোনাল তারতম্যের কারণেই তাঁর নাকের গড়নেল পরিবর্তন হয়েছিল। তাঁর ত্বক টু টোনড হয়ে গিয়েছিল। তবে তাঁর সন্তান জন্মের পর তিনি আবার আগের জায়গায় ফিরছেন। এর পাশাপাশি তিনি এও বলেন যে, তাঁকে এই ঠোঁট, নাক নিয়ে যেভাবে ট্রোল্ড হতে হয়েছে তাঁর মানসিক জোর না থাকলে সে এই জায়গায় থাকতে পারত না। অন্যদিকে, তিনি বিতর্কমহলকেও ছেড়ে দেননি। তাদের উদ্দেশ্যে বলেছেন, এটা তাঁর জীবন। সে তাঁর জীবনে যা করছে একদম ঠিক করছে। সে তার জীবনে যা সিদ্ধান্ত নিচ্ছে ঠিক নিচ্ছে, কারণ এটা তাঁর জীবন।

Related Articles