সবুজ নয়, গেরুয়া পোশাকে নিজেকে রাঙালেন সাংসদ-অভিনেত্রী নুসরত, জিরো ফিগারে ঝড়

সম্প্রতি এবার নিজেকে ‘গেরুয়া’ রঙে রাঙিয়ে তুললেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরত জাহান! বর্তমান সময়ে টলিউডের শীর্ষস্থানীয় অভিনেত্রীদের তালিকায় তার নাম আসে প্রথমদিকেই। দীর্ঘদিন ধরে টলিউডের সাথে যুক্ত রয়েছেন তিনি। এছাড়া তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্বও, শাসকদলের সাংসদ এই অভিনেত্রী।
তবে এতো কিছু কাজ সামলে নিজের জন্য সময় বের করতেও ভোলেন না নুসরত। তাইতো বিভিন্ন সময় নিজের বিভিন্ন ছবি ও ভিডিও তিনি ভাগ করে নেন অনুরাগীদের সাথে। আসলে সোশ্যাল মিডিয়ায় কীভাবে অনুরাগীদের সংখ্যা ধরে রাখতে হয় তা বেশ ভালোমতোই জানেন তিনি। সম্প্রতি সেখানে নিজের বেশ কিছু মুহূর্ত দিয়ে তৈরি করা একটি রিল ভিডিও ভাগ করে নিয়েছেন তিনি।
যেখানে দেখা যাচ্ছে তার পরনে রয়েছে গেরুয়া রংয়ের একটি স্লিভলেস ক্রপ টপ, সাথে রয়েছে ওই রঙেরই পেন্সিল স্কার্ট। মানানসই মেকআপ এবং গয়নায় বেশ লাগছিল তাকে দেখতে। এছাড়া চোখের সানগ্লাসটি তাকে আরও বেশি বোল্ড করে তুলেছিল। ভিডিওটি দেখামাত্র নানান মন্তব্যে ভরিয়ে তুলেছেন নেটিজেনরা। কেউ যেমন বলেছেন তাকে সুন্দর লাগছে।
আবার কারোর মতে এই পোশাকে তাকে মোটেই ভালো লাগছে না দেখতে। তবে সবথেকে বেশি নজর কেড়েছে স্বামী যশ দাশগুপ্তের একটি কমেন্ট। সেখানে তিনি লিখেছেন, ‘রং দে তু মোহে গেরুয়া।’ অন্যদিকে খুব শীঘ্রই তাকে দেখা যাবে সাসপেন্স থ্রিলার সিনেমা ‘শিকার’এ। যেখানে তার বিপরীতে থাকবেন অভিনেতা যশ। এছাড়াও সেখানে ঋতুপর্ণা সেনগুপ্তকেও দেখা যাবে।