বিনোদন

Nusrat Jahan: ‘ঝিমন্ত মুরগী’র তকমা পেলেন নুসরত জাহান, এমন কি করলেন অভিনেত্রী

সম্প্রতি এবার ‘বাংলা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস’এ নুসরতকে দেখে ‘ঝিমানো মুরগী’ আখ্যা দিলেন নেটিজেনরা। গত ১০ই মার্চ কলকাতায় অনুষ্ঠিত হলো ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২২’। যার রেড কার্পেটে রীতিমতো চাঁদের হাট বসে গিয়েছিল। উপস্থিত হয়েছিলেন জয়া আহসান। এছাড়া শ্রাবন্তী চট্টোপাধ্যায় থেকে শুরু করে অন্যান্য অভিনেত্রীরাও পৌঁছে গিয়েছিলেন এই অনুষ্ঠানে।

তবে এমন কিছু তারকাও রয়েছেন যারা রেড কার্পেট অনুসারে পোশাক পরতে পারেননি। তার মধ্যে অন্যতম নুসরত জাহান। এদিন তার পোশাক দেখার পর নানান কটাক্ষে ভরিয়ে তুলেছেন নেটিজেনরা। এমনকি তার চেহারা নিয়েও নানান নিন্দা করেছেন সকলে। এদিন তার পরনে ছিল একটি রেডিমেড শাড়ি, যেটা শিফনের তৈরি এবং ট্রান্সপারেন্ট।

তবে কুচির পরিবর্তে কোমর থেকে নীচ অব্দি হাই থাই স্লিটেড আকারে নেমে গিয়েছে, এর সাথে ছিল একটি ব্রালেট। খোলা চুল এবং হালকা মেকআপে ধরা দিয়েছিলেন তিনি। তবে সেটা দেখার পর সকলে বলতে থাকেন ‘ঝিমানো মুরগী’। আবার কেউ কেউ লিখেছেন, ‘এনাকে খাবার খাওয়াতে হবে।’ শুধু তাই নয় প্লাস্টিক সার্জারির বিষয়টি টেনে এনেও তাকে কটাক্ষ করেছেন অনেকে।

তবে আপনাদের জানিয়ে রাখা ভালো এই পোশাকটি কিন্তু শিল্পা শেট্টির একটি পোশাকের অনুকরণে তৈরি করা। কিছুদিন আগে সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবানির রিসেপশনে সেটি পরেছিলেন শিল্পা। তারই অনুকরণে পোশাক তৈরি করেছেন নুসরত। উল্লেখযোগ্য, খুব শীঘ্রই ‘শিকার’ সিনেমায় দেখা যাবে তাকে। যেখানে তার বিপরীতে অভিনয় করবেন যশ দাশগুপ্ত।