‘গানটার বাঁশ মেরে দিল’, ভরা মঞ্চে বেসুরো গান গেয়ে চরম ট্রোলড নুসরত
নুসরতের গানের গলা শুনে অম্বল হয়ে গেল নেটিজেনদের, এমনটাই জানা গেল একটি ভিডিওর কমেন্টবক্স দেখে! টলিউড ইন্ডাস্ট্রির এই অভিনেত্রীকে আমরা সকলেই চিনি। দীর্ঘ বহু বছর ধরে ইন্ডাস্ট্রির সাথে যুক্ত রয়েছেন তিনি। দর্শকদের উপহার দিয়েছেন একাধিক সুপারহিট সিনেমা। তবে কাজের পাশাপাশি ব্যক্তিগত কারণে আলোচনায় উঠে আসেন তিনি।
যে তালিকায় রয়েছে বিবাহবিচ্ছেদ থেকে শুরু করে সন্তান জন্ম দেওয়া। বর্তমানে অভিনেত্রী এক সন্তানের মা। ঈশানের মা নুসরত সন্তান, সংসার সামলে চুটিয়ে কাজ করছেন সিনেমায়। এরই মাঝে এবার গান গাইতে শোনা গেল তাকে। যা শুনে তুমুল কটাক্ষে ভরিয়ে তুললেন সকলে। আসলে বিভিন্ন তারকাদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে গান গাওয়ানো হয়।
সম্প্রতি সেরকমই একটি অনুষ্ঠানে পৌঁছে গিয়েছিলেন তিনি। যেখানে একাধিক হিন্দি গান গাইতে শোনা যায় অভিনেত্রীকে। তবে সেই গান গাওয়ার পর প্রশংসার বদলে কটাক্ষ জুটেছে তার। যেমন একজন লিখেছেন, ‘গানের গলা শুনে অম্বল হয়ে গেল।’ আবার কেউ লিখেছেন, ‘গান-নাচ একসঙ্গে করতে গিয়ে ক্যান্সার হয়ে গিয়েছে।’
এখানেই শেষ নয় কারো কারোর মতে, ‘এটা কলঙ্কিনী রাধার চেয়েও ডিজগাস্টিং ছিল।’ সবমিলিয়ে বলতে গেলে এই গানের মাধ্যমে আলোচনায় উঠে এসেছেন তিনি। উল্লেখযোগ্য, নুসরত এবং সমালোচনা যেন একে অপরের পরিপূরক হয়ে উঠেছে। একাধিক কারণে আলোচনায় উঠে আসেন তিনি। যদিও সেসব বিষয়কে কখনো গুরুত্ব দেন না অভিনেত্রী।