দুধসাদা পোশাকে অনুরাগীদের ঘুম কাড়লেন “হট মাম্মা” নুসরত

প্রায় সময়ই সোশ্যাল মিডিয়ার লাইম লাইটে থাকা এক জনপ্রিয় অভিনেত্রী হলেন নুসরত জাহান (Nusrat Jahan)। অভিনেত্রীর পাশাপাশি তিনি তৃণমূল সাংসদও বটে। মাঝেমধ্যেই নানান অবতারে সোশ্যাল মিডিয়ায় ধরা দেন নুসরত (Nusrat)। সম্প্রতি আবারও সপ্তাহের শেষে সাদা পরী সেজে নেটদুনিয়ায় ধরা দিলেন নুসরত। যা দেখে মুগ্ধ তাঁর অনুরাগীমহল।
সম্প্রতি নেটদুনিয়ায় সাদা পরীর বেশে ধরা দিয়েছেন নুসরত (Nusrat)। নতুন একটি রিল ভিডিও শেয়ার করেছেন তাঁর অনুরাগীদের সাথে। ভিডিওটিতে সাদা লেহেঙ্গা ও চোলিতে দেখা গিয়েছে নুসরতকে। তার সাথে রয়েছে তাঁর উজ্জ্বল মেকাপ।
সাম্প্রতিক নেটদুনিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায় দুধ সাদা রঙের লেহেঙ্গা পড়েছেন নুসরত জাহান (Nusrat Jahan)। তার সাথে পরনে রয়েছে স্প্যাগেটি চোলি। যে চোলিটিতে সিকুইনের এমব্রয়ডারির কাজ করা রয়েছে। তবে চোলিটি ডিপ নেকলাইন হওয়ায় আংশিক স্পষ্ট হয়েছে নুসরতের ক্লিভেজ। এর পাশাপাশি লেহেঙ্গাতেও রয়েছে রূপোলি সিকুইন স্ট্রাইপ। সাথে দুই হাতে দুই কনুইয়ের মাঝে রয়েছে লেহেঙ্গা-চোলির দোপাটটা।
অন্যদিকে পোশাক অনুযায়ী উজ্জ্বল মেকাপ রয়েছে নুসরত (Nusrat)-এর মুখমণ্ডলে। চুল রয়েছে খোলা। ঠোঁটে রয়েছে ন্যুড সেডের লিপস্টিক। কানে রয়েছে সাদা মুক্ত এবং স্টোন স্টাডেড সোনালী রঙের ঝুমকা চেন ইয়ারিং। যা চুলের সাথে আটকানো রয়েছে। এর পাশাপাশি দুই হাতের আঙুলে রয়েছে লাল এবং সবুজ রঙের স্টোনের আংটি। ভিডিওটিতে নানান জায়গায় দাঁড়িয়ে পোজ দিতে দেখা গেছে নুসরতকে।
ভিডিওটি instagram অ্যাকাউন্টে পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, তিনি সময় হয়ে যেতে চান এবং তাঁর সঙ্গী মুহূর্ত। তবে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সকলের কাছেই প্রশংসিত হয়েছেন নুসরত (Nusrat)। তবে কাজের কথা বলতে গেলে জানা যায়, যশ দাশগুপ্ত (Yash Dasgupta)-এর সাথে “শিকার” (Sikar) ছবিতে কাজ করতে চলেছেন নুসরত (Nusrat)। এই ছবিতে দেখা যাবে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)-কেও।