বিয়ের আগেই প্রেগন্যান্ট হয়ে পড়লেন নোরা! তুঙ্গে জল্পনা
বিয়ের আগে সন্তানসম্ভবা হয়ে পড়া বলিউডে কোনো নতুন বিষয় নয়। এর আগে এমন একাধিক অভিনেত্রীর নাম উঠে এসেছে যারা বিয়ের আগেই সন্তানসম্ভবা হয়ে পড়েছেন। তবে এমনটাও অনেক সময় দেখা গিয়েছে সত্যতা না থাকলেও গর্ভবতী হওয়ার জল্পনায় জড়িয়ে পড়েছেন একাধিক অভিনেত্রীরা। সেরকমটাই একবার হয়েছিল অভিনেত্রী নোরা ফাতেহির সাথে।
বলিউড ইন্ডাস্ট্রিতে এই অভিনেত্রীকে নিয়ে নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না। আইটেম সং দিয়ে কেরিয়ার শুরু করলে বর্তমানে অভিনয়েও পা রেখেছেন তিনি। এমনকি তিনি পৌঁছে গিয়েছিলেন ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে। তবে জনপ্রিয়তা যেমন রয়েছে তেমনি তার সাথে রয়েছে সমালোচনা। একবার সেরকমই একটি বিতর্ক তৈরি হয়েছিল তার সন্তানসম্ভবা হয়ে পড়ার বিষয় নিয়ে।
যদিও কী দেখে এই সূত্রপাত হয়েছিল তা এখনো জানা যায়নি। তবে বিষয়টি নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল। কিন্তু এই জল্পনার অবসান ঘটেছিল একটি ভিডিওর মাধ্যমে। যেখানে অভিনেত্রী স্পষ্ট জানিয়েছিলেন তিনি গর্ভবতী নন। আসলে একটা রিয়্যালিটি শো থেকে ভিডিওটি তৈরি করা হয়েছিল। যেখানে তিনি ছাড়াও ছিলেন ঋতু কাপুর এবং টেরেন্স ল্যুইস।
সেলফি ক্যামেরায় রেকর্ড করা সেই ভিডিওর শুরুতে দেখা যায় তারা বলেন, ‘আমরা প্রেগনেন্সি সংক্রান্ত জিনিসপত্র নিয়ে আলোচনা করছিলাম। তবে এই সময়টাতে শুধুমাত্র নিজেকেই দেখে গেলো নোরা। এখনো উনি নিজেকে নিয়ে ব্যস্ত।’ যার উত্তরে নোরা বলেন, ‘কারণ, আমি প্রেগন্যান্ট নই।’ উত্তর শুনে সবাই হেসে ফেলেন। এমনকি টেরেন্স বলেন, ‘গোটা দুনিয়াকে এটা জানিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। মেয়েটা আসলে পুরো পাগল।’