আমাকে কেউ বোঝেনি, অতীত মনে করে কেঁদে বুক ভাসালেন শ্রাবন্তী

টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় যোগ দিয়েছেন বিজেপিতে, বর্তমানে তিনি বেহালা পশ্চিম কেন্দ্রের বিজেপির তারকা প্রার্থী। আর নিজের কেন্দ্রের ভোটের বিষয়ে বেশ আশাবাদী শ্রাবন্তী, কারণ তিনি বেহালার ভূমিকন্যা আর সেই কারণেই বেহালার মানুষ তাকে ভালবাসেন।
ইতিমধ্যে বেহালার অলিতে গলিতে ঘুরে ভোট প্রচার করছেন শ্রাবন্তী। অভিনেত্রী স্পষ্টভাবে জানিয়েছেন অভিনয় এর মতনই তিনি রাজনীতিটাও মন দিয়ে করতে চান, ভোটে জিতে মানুষের হয়ে কাজ করতে চান অভিনেত্রী। তাই মানুষ একবার তাকে সুযোগ দিক।
তবে যেখানে বেশিরভাগ টলিউড তারকা ঘাসফুলে সেখানে হঠাৎ কেন বিজেপিতে যোগ দিলেন শ্রাবন্তী! এই বিষয়ে শ্রাবন্তী জানিয়েছেন তৃণমূল থেকে তিনি কোনদিনও প্রাপ্য সম্মান পাননি, এক সময় তিনি ছিলেন তৃণমূলের ঘনিষ্ঠ, তবে তিনি বহুবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সংস্পর্শে যাওয়ার চেষ্টা করলেও সরাসরি কোনদিনও তাকে সুযোগ দেওয়া হয়নি, আর সেখানে শ্রাবন্তির আত্মসম্মানে বাধা পড়েছে।
এমনকি শ্রাবন্তী জানিয়েছেন এক অনুষ্ঠানে জন্য তিনি একবার মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রিত করতে গেলে তাকে মমতার সাথে দেখা করতে দেওয়া হয়নি, তাকে ফিরে আসতে হয়েছিল যা অভিনেত্রীর বেশ অপমান জনক বলেই মনে হয়েছিল। আর অভিনেত্রী মনে করেন যথাযোগ্য সন্মান না পেলে মানুষের হয়ে কাজ করা সম্ভব নয়।