Priyanka Chopra: গাড়ির মধ্যেই নিককে জড়িয়ে ধরে ঠোঁটে চুমু প্রিয়াঙ্কার, ইন্টারনেটে ভাইরাল হল ছবি

Advertisement

Priyanka Chopra: লন্ডনের রাস্তায় ঘনিষ্ট নিক-প্রিয়াঙ্কা, হট প্যারেন্টসের তকমা পেলেন এই জুটি। বলি ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী হলেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। যিনি একাধারে ‘মিস ওয়ার্ল্ড’ (Miss World) হিসেবেও পরিচিত। বর্তমানে স্বামী-সন্তান নিয়ে সুখের সংসার প্রিয়াঙ্কার। তবে প্রিয়াঙ্কার স্বামী নিক তাঁর বয়সের তুলনায় ছোট হওয়ায় মাঝেমধ্যেই ট্রোলের শিকার হন প্রিয়াঙ্কা। তবে সেই সবে থোরাই কেয়ার প্রিয়াঙ্কার।

Advertisements

প্রসঙ্গত, কয়েকদিন আগেই ভারতের মাটিতে পা রেখেছিলেন প্রিয়াঙ্কা (Priyanka)। সাথে ছিলেন স্বামী নিক জোনাস (Nick Jonas) এবং মেয়ে মালতি মেরি চোপড়া জোনাস ( Malati Meri Chopra Jonas)। নীতা-মুকেশ আম্বানি (Nita-Mukesh Ambani)-র কালচারাল সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলেন প্রিয়াঙ্কা। অন্যদিকে, কাজের কথা বলতে গেলে আগামীতে দুই ছবিতে দেখা যাবে তাঁকে।

Advertisements

‘লাভ অ্যাগেইন’ (Love Again) এবং ‘হেটস অফ দ্য স্টেট’ (Hates Of The State) ছবি নিয়ে দর্শকদের সারপ্রাইজ দিতে আসছে প্রিয়াঙ্কা। তবে এর আগে প্রচার সেরেছেন আগামী ছবি ‘সিটাডেল’ (Citadel)-এর। অর্থাৎ বলা যায় বর্তমানে কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন প্রিয়াঙ্কা। তবে এর মাঝেই রোমান্টিক মুডে দেখা গেল নিক-প্রিয়াঙ্কা (Nick-Priyanka)-কে। ভালোবাসায় বয়স যে কোনো বাধা সৃষ্টি হতে পারে না তা বুঝিয়েছেন প্রিয়াঙ্কা-নিক। সর্বদাই একে অপরের প্রতি ভালোবাসায় অটুট। রঙিন জগতে বসবাস করে তাঁরা।

তবে সম্প্রতি প্রকাশ্যে এসেছে তাঁদের ভালোবাসার এক ঘনিষ্ঠ মুহূর্ত। যা দেখে অবাক সকলে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক ছবি ভাইরাল হয়েছে। যেখানে প্রকাশ্য রাস্তায় ঘনিষ্ঠ হতে দেখা গিয়েছে নিক-প্রিয়াঙ্কা (Nick-Priyanka)-কে। ছবিতে দেখা গিয়েছে লন্ডনের রাস্তায় গাড়িতে বসে নিককে জড়িয়ে লিপকিস করছেন প্রিয়াঙ্কা। যা দেখে উষ্ণতার পারদ চড়েছে নেটদুনিয়ায়। সেই ছবির কমেন্ট সেকশনে বয়ে গিয়েছে কমেন্টের বন্যা। কেউ লিখেছেন, হট পেরেন্টস। তো আবার কেউ লিখেছেন, তিনি থাকলে জানালার কাঁচটা সরিয়ে দিতেন। তবে ভক্তমহল তাঁদের ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন।

Related Articles