মদ খেয়ে দীপাকে কাছে টেনে নিল সূর্য! ধামাকাদার পর্ব ‘অনুরাগের ছোঁয়া’য়

Advertisement

টেলিভিশনের পর্দায় একটি জনপ্রিয় ধারাবাহিক হল ‘অনুরাগের ছোঁয়া’। ধারাবাহিকে গল্পের বুনন ইতিমধ্যে দর্শকদের নজর কেড়েছে। ধারাবাহিকে ঘটছে একের পর এক কাহিনি। সম্প্রতি দেখানো হয়েছে মদ খেয়ে দীপার বাড়িতে রাত কাটাল সূর্য। আর এই কান্ডের জেরে প্রতিবেশীদের সামনে নানা কটাক্ষের শিকার হয় দীপা। রাস্তার মাঝেই সূর্যর সঙ্গে দেখা হয় কবীরের। সূর্য কবীরকে আগের সমস্ত কথার মাধ্যমে অপমান করে।

Advertisements

সূর্য কিছুতেই বিশ্বাস করতে চায় না কবীরের সঙ্গে দীপার কোনো সম্পর্ক নেই। সূর্য বলে দীপা তাকে ঠকিয়েছে। এখন সে কবীরকে পেয়ে তাকেও ঠকাচ্ছে। এরপর কবীরকে ধাক্কা মেরে ফেলে দেয় সূর্য। ধাক্কার জেরে মাথায় চোট লাগে কবীরের। সূর্য এরপর ভাবতে থাকে দীপা কবীরের জন্য তাকে ছেড়েছিল। মনের দুঃখে মদ খেয়ে সে দীপার বাড়িতে আসে। মদ খেয়ে বেসামাল অবস্থায় দীপাকে সে তার মনে জমে থাকা সমস্ত কথা জানায়।

Advertisements

সূর্য জানায় সে দীপাকে আজও ভালোবাসে। দীপা বেসামাল সূর্যকে দেখে অবাক হয়ে যায়। সে কোনোমতে সূর্যকে সামলে শুইয়ে দেয়। এদিকে সূর্য বেসামাল অবস্থায় নানান কথা বলতে থাকে। এই কান্ডের পর দীপা সূর্যের মা লাবণ্য সেনকে ফোন করে। এদিকে দীপার বাড়িতে সূর্যকে দেখে প্রতিবেশীরা নানান মন্তব্য করতে শুরু করে। দীপার চরিত্র নিয়ে তারা নানান কথা বলতে শুরু করে।

সেইসময় সেখানে উপস্থিত হয় সূর্যর বাবা ও মা। তারা প্রতিবেশীদের বলেন ঘরে থাকা ছেলেটি দীপার স্বামী। নিজেদের দীপার শ্বশুর শাশুড়ী বলে পরিচয় দেন তারা। এরপরই সমস্ত ভুল বোঝাবুঝির অবসান ঘটে। সোশ্যাল মিডিয়ায় এখন এই ক্লিপ ভাইরাল। এরপর কি হতে চলেছে তা জানতে গেলে চোখ রাখতে হবে টেলিভিশনের পর্দায়।

Related Articles