রাক্ষসী মেকাপের পর মেঘকে ফাঁদে ফেলার নতুন ফন্দি আঁটলো ময়ূরী, প্রকাশ্যে ‘ইচ্ছে পুতুল-এর নয়া প্রোমো

Advertisement

বোন মেঘকে ফাঁদে ফেলার জন্য নতুন ফন্দি ময়ূরীর, প্রকাশ্যে ‘ইচ্ছেপুতুল’-এর নতুন প্রোমো। চলতি বছরে স্টার জলসা (Star Jalsa), জি বাংলায় (Zee Bangla) শুরু হয়েছে একগুচ্ছ নতুন ধারাবাহিক। আর সেইসব ধারাবাহিকগুলির মধ্যে বর্তমানে জনপ্রিয় উঠেছে জি বাংলার ‘ইচ্ছেপুতুল’ (Icche Putul) ধারাবাহিক। যে ধারাবাহিক অন্যান্য ধারাবাহিকগুলির থেকে একদম ভিন্ন। এই ধারাবাহিকে দেখা যায় বড় বোন ময়ূরী (Mayuri) প্রথম থেকেই ছোট বোন মেঘ (Megh)-এর ওপর নির্ভরশীল। তার শরীরে যখনই রক্তের প্রয়োজন হয় তখনই মেঘ (Megh) যেখানেই থাকুক তাকে ছুটে আসতে হয়। অর্থাৎ বলা যায় মেঘ ছাড়া ময়ূরীর জীবনে যেকোনো সময় প্রাণ সংশয় হতে পারে। কিন্তু বোন মেঘের এত ভালবাসা থাকা সত্ত্বেও দিদি ময়ূরীর বোনের প্রতি কোনো ভালোবাসা বা কৃতজ্ঞতা নেই।

Advertisements

উল্টে সবসময়ই বোনকে কিভাবে বিপদে ফেলা যায় তারই ষড়যন্ত্র করে ময়ূরী (Mayuri)।সাম্প্রতিক ‘ইচ্ছেপুতুল’ (Icche Putul) ধারাবাহিকের এপিসোডগুলিতে নিয়মিত দর্শকরা দেখেছেন সৌরনীলের বিয়েতে বদল হয়েছে কনে। ময়ূরীর বদলে সৌরনীল (Souraneel)-এর সাথে বিয়ে হয়েছে মেঘের। তবে সকলের সামনে ময়ূরী ভালো সাজলেও তার সৌরনীলের সাথে বিয়ে না হওয়ায় তিনি মনে মনে রেগে আছেন মেঘের উপর। আর তার জন্য সে সবসময় মেঘকে বিপদে ফেলার নানারকম ফন্দি করছে।মেঘ শ্বশুরবাড়িতে পা রাখা থেকেই দিদি ময়ূরী (Mayuri)-র দ্বারা নানা রকম বিপদের সম্মুখীন হচ্ছে।

Advertisements

কখনো আলতা পায়ে বাড়ি ঢোকার সময় মেঘকে ফেলে দিতে দেখা যাচ্ছে। আবার কখনো বৌভাতের দিন মেঘ (Megh)-কে বিচ্ছিরি সাজিয়ে সকলের সামনে অপদস্থ করতে দেখা যাচ্ছে। তবে এই সবকিছুর মাঝে সম্প্রতি প্রকাশ্যে এসেছে এই ধারাবাহিকের এক ধামাকাদার পর্ব। যা দেখে টানটান উত্তেজনা সৃষ্টি হয়েছে নেটজনতার মাঝে।সাম্প্রতিক প্রকাশিত হওয়া প্রোমোতে দেখা গিয়েছে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছে সৌরনীল (Souraneel)-এর ঠাকুমা। আর তাকে নিজে হাতে ওষুধ খাইয়েছে মেঘ (Megh)।

তবে মেঘকে বিপদে ফেলার জন্য ময়ূরী (Mayuri) ওষুধের বোতলে আগে থেকেই ভরে রেখেছে ঘুমের ওষুধ। যা মেঘ না দেখেই খাইয়ে দিয়েছে। ফলে সবাই যখন ঠাম্মিকে নিয়ে ব্যস্ত তখন ময়ূরী মনে মনে বলে, আজ মেঘের হাতে জন্মের মতো ওষুধ খেয়েছে বুড়ি। তখন সেই সময় নীল ওষুধের বোতল হাতে নিয়ে বুঝতে পারে সেই বোতলে ভরা রয়েছে কড়া ডোজের ঘুমের ওষুধ। আর তারপরেই সৌরনীল (Souraneel) ক্ষুব্ধ হয়ে বলে যে, এই কাজটা যে করেছে তাকে সে ছাড়বে না। তবে কত তাড়াতাড়ি সৌরনীল সেই দোষীকে খুঁজে বের করে সেটাই দেখার।

Related Articles