Anurager Chhowa: মিশকার ষড়যন্ত্র ফেল, বিচ্ছেদ ভুলে দীপার শুশ্রূষায় সূর্য, নয়া চমক ‘অনুরাগের ছোঁয়া’য়

Advertisement

Anurager Chhowa: প্রথমে দীপার হাতে ডিভোর্সের পেপার তুলে দিয়ে শেষে নিজেই তার সেবা-শুশ্রূষা করতে শুরু করলো সূর্য! এমনই টানটান উত্তেজনায় পূর্ণ পর্ব আসতে চলেছে জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’তে। বর্তমান সময়ে অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো ‘অনুরাগের ছোঁয়া’। বেশ কিছুদিন ধরেই সেখানে একাধিক চমক নিয়ে আসা হয়েছে দর্শকদের জন্য।

Advertisements

যার ফলে টিআরপিও বেশ বাড়ছে এই ধারাবাহিকের। সেখানে এবার এমন একটি পর্ব দেখা গিয়েছে যেখানে সূর্য দীপাকে ডিভোর্সের পেপার তুলে দেয়। যা দেখার পরে মাথা ঘুরে পড়ে যায় দীপা। শেষমেশ তারই সেবা করতে শুরু করে সূর্য। এর আগে সেখানে দেখা গিয়েছে নববর্ষের দিন একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় সেনগুপ্ত বাড়িতে।

Advertisements

তবে সেখানে দীপাকে টেক্কা দেওয়ার জন্য মিশকা ডান্স পারফরম্যান্স করে। যদিও শেষে নিজেই কুপোকাত হয়ে পড়ে মঞ্চের ওপর। তাকে আবার দীপাই হাত ধরে টেনে তোলে। এরপর মঞ্চে আসেন লাবণ্য সেন। যেখানে ‘লাবণ্যস’এর নতুন মুখ হিসেবে দীপার নাম ঘোষণা করেন তিনি। এরপর মঞ্চে দাঁড়িয়ে একসাথে ছবিও তোলেন সকলে মিলে।

শেষে সূর্য দীপার হাতে ডিভোর্সের ফাইল তুলে দেয়। এরপরই দীপা মাথা ঘুরে পড়ে যায়। যে খবর শোনার পর সূর্য তার কাছে যেতে চাইলে তাকে বাধা দেন লাবণ্য সেন। তবে শেষমেশ দীপাকে হাসপাতালে ভর্তি করা হয়। সবকিছুরই আয়োজন করে সূর্য। এখানেই শেষ নয় তার মাথায় হাত বুলিয়েও দেয় সে। আর জ্ঞান ফিরতেই কেঁদে ওঠে দীপা। তবে এরপর কী হতে চলেছে তা জানতে অবশ্যই চোখ রাখতে হবে টেলিভিশনের পর্দায়।

Related Articles