ফের ভাইরাল হতে মিথ্যা অভিনয়! ‘বাদাম কাকু’ ভুবন বাদ্যকরের বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ
নিজের তৈরি করা গানই গাইতে পারছেন না তিনি। এমনকি গানের সেই জনপ্রিয় শব্দ ‘বাদাম’ও উচ্চারণ করতে পারছেন না বীরভূমের বাসিন্দা ভুবন বাদ্যকর! সম্প্রতি এমনই অভিযোগ তুলেছেন তিনি। সোশ্যাল মিডিয়ার দৌলতে ভাইরাল হওয়া ভুবনবাবুকে কমবেশি সকলেই চেনেন। একসময় ‘কাঁচা বাদাম’ গান গেয়ে তুমুল ভাইরাল হয়েছিলেন তিনি।
এমনকি দেশের গণ্ডি পেরিয়ে সেই গান পৌঁছে গিয়েছিল বিদেশেও। রাতারাতি পাল্টে গিয়েছিল তার জীবন। সাধারণ বাদামবিক্রেতা থেকে রীতিমতো সেলিব্রিটি হয়ে উঠেছিলেন তিনি। তবে বেশ কিছুদিন হলো তাকে আর খুব একটা দেখা যায় না। বলতে গেলে একপ্রকার হারিয়ে গিয়েছেন তিনি। তবে সম্প্রতি তিনি সংবাদমাধ্যমের কাছে ক্ষোভ প্রকাশ করেছেন।
জানিয়েছেন তাকে সরল মানুষ পেয়ে ঠকানো হয়েছে। আর এই অভিযোগ তিনি তুলেছেন বীরভূমেরই এক ব্যক্তির বিরুদ্ধে। এই বিষয়ে ভুবন বাদ্যকরের দাবী, নিজের গান গাইতে পারছেন না তিনি। যখনই তিনি ‘বাদাম’ উচ্চারণ করছেন কপিরাইট ইস্যু হচ্ছে। ফলে টাকা পাচ্ছেন না, অনুষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে এছাড়া বদনামতো রয়েছেই।
তার মতে এসবের পেছনে রয়েছেন ‘গোধূলি বেলা মিউজিক’এর কর্ণধার গোপাল ঘোষ। ভুবনবাবুর তাদের ইউটিউব চ্যানেলের হয়ে গান গাওয়ার কথা হয়েছিল। বিনিময়ে তিন লক্ষ টাকা দেওয়ার কথা হয়েছিল তাকে। যেহেতু ভুবনবাবু পড়াশোনা জানেন না, ইংরেজি বোঝেন না তাই নাকি তাকে না জানিয়ে গানের কপিরাইট নিয়ে নেওয়া হয়েছে। যদিও এই বিষয়ে গোপালবাবু জানান এসব অভিযোগ মিথ্যে। শীঘ্রই সবটা তিনি সংবাদমাধ্যমের কাছে জানাবেন।