বিনোদন

রেড কার্পেট লুকে উষ্ণতা ছড়ালেন মনামী, এমন কাজের জন্য ‘বাংলার উরফি’ তকমাও পেলেন অভিনেত্রী

ধারাবাহিক থেকে পর্দায় উঠে আসলেও ধীরে ধীরে বড় পর্দা ও ওয়েব সিরিজে নিজের নাম লিখিয়ে ফেলেছেন টলিউডের গ্ল্যামারাস অভিনেত্রী মনামী ঘোষ (Manami Ghosh)। পায়ের মাটি যে ধীরে ধীরে মজবুত করছেন তা আর নতুন করে বলে দেওয়ার কিছু নেই। এছাড়া তাকে রিয়েলিটি শো-এর বিচারক হিসেবে দেখা যায়।

তবে বড় পর্দায় বিশেষ গুরুত্বপূর্ণ চরিত্রে তাকে দেখা না গেলেও সম্প্রতি একটি বড় চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছেন। পরিচালক সৃজিত মুখার্জি পরিচালিত ছবি ‘পদাতিক’-এ কিংবদন্তি পরিচালকের স্ত্রী হিসেবে দেখা যাবে মনামীকে। এর পাশাপাশি মনামী সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। নানান পোশাকে তিনি সকলকে চমকে দিতে ওস্তাদ।

নানান পোশাকে ও সাজে সকলের সামনে দিব্যি হাজির হন অভিনেত্রী। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভাইরাল হয়ে যান তিনি। তবে সম্প্রতি তিনি যে পোশাক পরেছেন তা দেখে হতবাক সকলে। পুরো পোশাকটি তৈরি মেটাল দিয়ে। ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি। সেখানে অদ্ভুত লুকে দেখা গেলো তাকে।

একটি মেটালের পাত দিয়ে উর্ধাঙ্গে ঢাকা। তার নীচে অসংখ্য ছোটো পাত দিয়ে তৈরি বডি হাগিং স্কার্ট। মনামীর এই পোশাক দেখে চক্ষু চড়কগাছ সকলের। মনামীর ছবিতে এক নেটিজেনের মন্তব্য এমন পোশাক পরে পুরো কার্টুন লাগে। এর পাশাপাশি মনামীকে কেউ কেউ আয়রন ম্যান বলেছেন। তবে বেশিরভাগ মানুষ লিখেছেন, মনামীকে বাংলার উরফি জাভেদ লাগছে।