বিনোদন

বিয়ের দুদিন পেরোতে না পেরোতেই ৩ মাসের অন্তঃসত্ত্বা কিয়ারা! অন্দরে তুমুল জল্পনা

বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন অভিনেত্রী কিয়ারা আডবানী! আর সেই কারণেই নাকি গাঁটছড়া বাঁধলেন তিনি, এমনই জল্পনা অনুরাগীমহলে। গত ৭ই ফেব্রুয়ারী রাজস্থানের সূর্যগড় প্যালেসে কাছের মানুষদের উপস্থিতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন কিয়ারা এবং অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। এখনো পর্যন্ত তাদের রিসেপশনের অনুষ্ঠান সম্পন্ন হয়নি।

এরই মাঝে এবার শোনা গেল বিয়ের আগেই নাকি অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন তিনি। বিয়ের আগে গর্ভবতী হয়ে পড়া বলিউডে নতুন বিষয় নয়। এর আগে এমন একাধিক অভিনেত্রীকে দেখা গিয়েছে যারা বিয়ের আগে সন্তানসম্ভবা হয় পড়েছেন। যে তালিকায় রয়েছেন আলিয়া ভাট। এইতো কিছু মাস আগেই তিনি জন্ম দিয়েছেন কন্যা সন্তান রাহার।

সেই তালিকাতেই হয়তো জুড়তে চলেছে কিয়ারার নাম। এর আগে প্রশ্ন উঠেছিল কেরিয়ারের শীর্ষে থাকাকালীন অবস্থায় কেন সাত পাকে ঘোরার সিদ্ধান্ত নিলেন কিয়ারা? এবার সেই প্রশ্নেরই উত্তর পেয়ে গিয়েছেন দর্শকেরা। আসলে কিয়ারা যখন মুম্বাই থেকে রাজস্থানের উদ্দেশ্যে যাচ্ছিলেন তখন তিনি শরীর ঢেকে রেখেছিলেন গোলাপী রঙের একটি স্কার্ফ দিয়ে।

বিয়ের দুদিন পেরোতে না পেরোতেই ৩ মাসের অন্তঃসত্ত্বা কিয়ারা! অন্দরে তুমুল জল্পনা

এরপর থেকে দিল্লী ফেরার সময়েও তার গায়ে ছিল একটি ধূসর ও কালো রঙের শাল। বারবার তিনি শাল বা ওড়না জাতীয় জিনিস দিয়ে শরীর ঢেকে রাখছিলেন। যা দেখার পর সকলের মনে প্রশ্ন জাগে। এবার তার ছবি পোস্ট হতেই সেখানে একজন কমেন্ট করেন, ‘আমি নিশ্চিত আগামী এক থেকে তিন মাসের মধ্যে প্রেগন্যান্সির খবর আসতে চলেছে। সবসময় পেট ঢেকে রাখছেন। মানুষকে পাগল ভাবছেন নাকি?’ যদিও এই বিষয়ে মুখ খোলেননি কেউ।