Kareena Kapoor : ‘হিন্দি বলতে পারেন না?’, করিনার চ্যাট শোতে ইংরেজিতে কথা বলায় বিরক্ত নেটজনতা

Advertisement

বলি পাড়ার ‘বেবো’ বলতে সকলেই যাকে চেনেন তিনি হলেন করিনা কাপুর (Kareena Kapoor)। দীর্ঘদিন ধরে বলিউডে রাজ করছেন তিনি। তার অভিনয় ও সৌন্দর্য্য দিয়ে সকলের মন জয় করতে বেশি সময় নেননি অভিনেত্রী। বর্তমানে অভিনয়ের পাশাপাশি একাধিক কাজ সামলান অভিনেত্রী। দুই সন্তানের মা তিনি। সংসার সামলে নিজের কাজের প্রতি মনোযোগ দিতেও ভোলেন না করিনা। বছরখানেক আগে টেলিভিশনে ‘হোয়াট ওমেন ওয়ান্টস্’ নিয়ে নতুন শো শুরু করেন করিনা।

Advertisements

Advertisements

শুরু থেকে বেশ চর্চায় ছিল এই শো। এই শো-তে দেখা গিয়েছে অভিনেত্রীর চেনা বৃত্তের মানুষদের আমন্ত্রণ জানাতে। দেখা গিয়েছে করিনার ভাই রনবীর কাপুর, সারা আলি খান, শর্মিলা ঠাকুর, সইফ আলি খান সহ একাধিক বন্ধু ও পারিবারিক মানুষ। তবে এটি দেখে নেটিজেনদের মন্তব্য, করিনা শুধু তার পরিবার ও বন্ধুদের আমন্ত্রণ জানায়। অনেকে বলেন, করিনা বিতর্ককে একহাত করতে পারেন না বলেই এমন করেন।

KAREENA KAPOOR

তবে কি বলিউডের বাকি সেলিব্রিটিরা করিনাকে এড়িয়ে চলেন! তবে এর উত্তর দিতে ছাড়েননি অভিনেত্রী। তিনি জানিয়েছেন, মানুষই চায় তাদের মধ্যে কেমন আলোচনা চলে তা জানার। বাস্তব জীবনে তারা কীভাবে কথা বলেন তা জানতে চায় সাধারণ মানুষ। করিনার কথায়, “আপনারাই তো চান আমার পরিবার, বন্ধুবান্ধবদের মতামত”। এর পাশাপাশি উঠেছে আরেকটি অভিযোগ।

Kareena Kapoor

অনেকের মতে, করিনা অত্যধিক ইংরেজিতে কথা বলেন। ভারতীয় হয়েও মাতৃভাষায় কথা বলেন না ইংলিশ মিডিয়ামে পড়া করিনা। এর উত্তরে করিনা জানান, “এতে অদ্ভুত কি আছে? ছবির চিত্রনাট্য মুখস্থ করতে আমাদের যথেষ্ট সময় দেওয়া হয়। এখানে সেই সুযোগ থাকে না। পরিচালক ওতোটা সময় দেয় না বা আমি দিতে পারি না”। তবে এই মন্তব্য শুনে নেটিজেনদের বক্তব্য, নিজের মাতৃভাষায় কথা বলার জন্য তা মুখস্থ করতে হয় নাকি? এসমস্ত বিষয়ে বেশ চর্চায় রয়েছেন ‘বেবো’।

Related Articles