Advertisements

ঝাঁ চকচকে মঞ্চে নাচতে গিয়ে সপাটে আছাড় খেয়ে চিৎপটাং নেহা কক্কর, তুমুল ভাইরাল ভিডিও

Advertisements

নিজেকে সম্পর্কে কিকরে মানুষকে কৌতূহলী করে তুলতে হয় তা কিন্তু ভালোভাবেই জানেন এই গায়িকা। নেহা কাক্কার নাম মানেই সুরের স্রোতে ভেসে যাওয়া আর তাকে ঘিরে দুষ্টু মিষ্টি ঘটনা। ভারতের জনপ্রিয় সঙ্গীত শিল্পীদের মধ্যে একেবারে প্রথম সারির একটি নাম নেহা কাক্কার। বর্তমানে রোহনপ্রীতের সাথে সংসার করছেন তিনি। তাদের সাংসারিক জীবনের কিছু মুহুর্ত মাঝে মাঝেই ভাইরাল হয়। তবে এবার তিনি ভাইরাল হলেন নাচ করে।

গান ছাড়া নাচেও যে তিনি সমান পারদর্শী এর আগে সেই দক্ষতার প্রমাণও মিলেছিল। লাড়কি আখ মারে গানের সাথে নৃত্যশিল্পী মেলভিন লুইস এর সাথে সমান তালে নাচতে দেখা গিয়েছিল তাকে। গানের সাথে নাচের দক্ষতা দেখে প্রশংসিত হয়েছিলেন তিনি।

এবার তাকে দেখা গেল আদিত্য নারায়ানের সঙ্গে জোট বাধতে। আদিত্যর সাথে প্রতিযোগিতায় নেমেছিলেন নেহা কিন্তু হঠাৎ করেই সেখানে ঘটে বিপত্তি । মঞ্চে আদিত্যর সঙ্গে নাচ করতে করতে সবার সামনে পরে গেলেন তিনি। আর সেই দৃশ্য ভাইরাল হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় সোনি টিভির শেয়ার করা ইন্ডিয়ান আইডল মঞ্চের একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে নেহা আদিত্য কে বলছেন চলো আজ তোমার আর আমার নাচ হয়ে যাক। আর তারপরেই নিজের গাওয়া দিলবার গানের তালে নাচ শুরু করেছেন তারা।

নেহা প্রতিটি স্টেপ নিখুঁত ভাবে করলেও আদিত্য কেবল নেহাকে দেখে নকল করার চেষ্টা করতে থাকেন। আর সেই সময়ই আদিত্যকে ধরে নেহা একটি স্টেপ করতে গেলে আদিত্যর হাত ফস্কে মঞ্চে পরে যান গায়িকা। আর এই দৃশ্য দেখে হেসেই কুপোকাত হয়েছেন উপস্থিত বাকি জাজেরাও। এই মজার ঘটনা সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল।

Related Articles