ঘরে বউ থাকা সত্বেও বাইরে পরকীয়া! ঋষির ছুঁকছুঁক স্বভাব জেনেও কেনো চুপ ছিলেন স্ত্রী নীতু?

Advertisement

বলিউডে তারকাদের মধ্যে একাধিক সম্পর্কের বিষয়টি বেশ স্বাভাবিক। কারণ এই জিনিস বলিউডে চলে আসছে বহুকাল ধরে। এক তারকার থেকে মন উঠে গেলে আরেকজনকে পছন্দ হওয়া যেনো কোনো বিষয়ই নয়। তাই দেখা গিয়েছে বলিউডের তারকাদের বিয়ের পর পরকীয়া করতে এবং বিচ্ছেদ ঘটেছে বিবাহিত সম্পর্কে। কিন্তু এইদিক থেকে ব্যতিক্রমী ছিলেন নীতু কাপুর (Neetu Kapoor) এবং ঋষি কাপুর (Rishi Kapoor)।

Advertisements

Advertisements

স্বামীর একাধিক বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জেনেও তা নিয়ে কখনও একটি বাক্য উচ্চারণ করেননি তিনি। সেইসময় জনপ্রিয় জুটি ছিলেন নীতু ও ঋষি। তারা একে অপরের সঙ্গে সাত পাকে বাঁধা পড়ার আগে ভালো বন্ধু ছিলেন। নীতু জানান, তার স্বামী ঋষির সমস্ত সম্পর্কের ব্যাপারে তিনি জানেন। এসব নিয়ে তাদের মধ্যে একসময় ঝামেলা হলেও পরে তার প্রতি হাল ছেড়ে দেন নীতু।

নীতু সাক্ষাৎকারেও জানান, তিনি তার স্বামীকে বহুবার হাতেনাতে অন্য মেয়েদের সঙ্গে ফ্লার্ট করতে ধরেছেন। স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক সম্বন্ধে তিনিই প্রথম জানতে পারতেন। এই নিয়ে ঝামেলা হত একসময়। নীতুর কথায়, সেগুলি এক রাতের ব্যাপার। পরে আবার সব ঠিক হয়ে যেতো। নীতুর কথায়, তিনি জানেন তার স্বামীর কাছে পরিবার আগে। ঋষি নীতুর উপর নির্ভরশীল ছিলেন।

তাই নীতু জানতেন, ঋষি কখনই তাকে ছেড়ে যাবে না। তিনি বিশ্বাস করেন ছেলেদের বেঁধে রাখা যায় না। তবে এক অভিনেত্রীকে নিয়ে বেশ চিন্তায় ছিলেন নীতু। তিনি হলেন ডিম্পল কাপাডিয়া। তবে ঋষি তার আত্মজীবনীতে লিখেছেন, ডিম্পল শুধুই তার বন্ধু। ডিম্পল ছিলেন ডিভোর্সি ও তার দুই সন্তান ছিল। অপরদিকে ঋষির ছিল দুই সন্তান তাই নীতুর এই সন্দেহ অমূলক বলেছেন ঋষি কাপুর।

Related Articles