মায়ের আঁচল ছেড়ে বউ পর্ণার ভালোবাসায় মগ্ন সৃজন, ‘বাবুউউ’র এমন কাণ্ডে চোখে জল কৃষ্ণার

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিকগুলির অন্যতম এক ধারাবাহিক হলো ‘নিম ফুলের মধু’ (Neem Phuler Madhu)। যেখানে প্রায়ই পরিলক্ষিত হয় শাশুড়ি-বৌমার খুঁটিনাটি বিষয় নিয়ে ঝামেলা। শুধু শাশুড়ি বৌমা নয়, দত্ত বাড়ির বেশ কিছু মানুষের সাথে পর্দার পর্ণা (Parna)-র নানা বিষয় নিয়েই ঝামেলা লেগে থাকে। সাম্প্রতিক প্রকাশ্যে এসেছে এই ধারাবাহিকেরা প্রোমো। যেখানে মায়ের সামনে দিয়ে বউকে কোলে তুলে নিয়ে ঘরে যেতে দেখা যাচ্ছে সৃজন (Srijan)-কে। যা দেখে গা রিরি করে উঠেছে বাবুর মায়ের। ইতিমধ্যে এই ধারাবাহিককে দেখা গিয়েছে ছোটকাকে বাঁচানোর জন্য বাইজি সাজে ছদ্মবেশ ধারণ করেছেন পর্দার সৃজন-পর্ণা (Srijan-Parna) এবং চয়ন-রুচি (Chayan-Ruchi)।
এই ছদ্মবেশে লখনৌ-এর খান সাহেবের ডেরায় হাজির হয়েছিলেন তারা। এর পাশাপাশি সেখানকার পাচারকারীদের মুখোশ খুলতে দত্ত বাড়ির বৌমা পর্ণাকে নাচ-গানও করতে হয়েছিল।তবে পরবর্তীকালে সেই খবর সংবাদপত্র বেরোতেই হুলস্থুলু কান্ড বেঁধে যায় দত্ত বাড়িতে। জেঠু থেকে শুরু করে শাশুড়ির নানা প্রশ্নের মুখোমুখি হতে হয় পর্দার পর্ণা (Parna)-কে। এমনকি তাকে শুদ্ধ করার জন্য তার প্রায়শ্চিত্তের ব্যবস্থা করা হয়। আরে প্রায়শ্চিত্ত করার জন্য পুরোহিত মশাই পর্ণাকে জিভে গোবর জল ঠেকাতে বলে।
তবে এই কথা শুনে তার কাটা পর্ণা জানিয়ে দেয় সামান্য গোবরে তার প্রায়শ্চিত্তে হবে না। সে অগ্নিপরীক্ষা দেবে। তাই সে কাঠকুটো নিয়ে আগুন জ্বালিয়ে সেই আগুনের উপর ঝাঁপ দিতে যায়। তবে সাম্প্রতিক প্রকাশিত হওয়া প্রোমোতে দেখা যায় ওই আগুনে ঝাঁপ না দেওয়ার জন্য পর্ণা (Parna)-কে সকলেই বারণ করে। কিন্তু পর্ণা কারোর কথাই শোনে না। আর সেই সময়ই সকলের সামনে পর্ণাকে কোলে তুলে নিয়ে ঘরে চলে যায় সৃজন (Srijan)। আর তা দেখেই চক্ষু চরকগাছ হয় বাবুর মায়ের।
অন্যদিকে, ওই বাইজি ছদ্মবেশ ধারণ করার জন্য পর্ণা (Parna)-কে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার কথা বলে বাবুর মক। তবে সেই কথা শুনে প্রতিবাদ জানিয়ে সৃজন জানায় তার বউকে বাড়ি থেকে চলে যেতে হলে সেও চলে যাবে। আদরের বাবুর এই কথা শুনে বুক ফেটে যায় কৃষ্ণার। সাম্প্রতিক প্রকাশিত প্রোমোতে দেখা গিয়েছে মায়ের সামনে দিয়ে বউকে কোলে তুলে নিয়ে ঘরে গিয়ে ভালবাসায় ভরিয়ে দেবে সৃজন (Srijan)। আর তা দেখেই কবে ক্ষোভে ফেটে পড়বে কৃষ্ণা (Krishna)। তবে পরবর্তী পর্বগুলিতে দত্ত বাড়িতে আর কি কি কান্ড ঘটে সেটাই দেখার।