বিনোদনভাইরাল ভিডিও

শাশুড়িকে গামলা-বালতি কিনে দিতে চুল বিক্রি করলো পর্ণা! ন্যাড়া অভিনেত্রীকে দেখে হেসে লুটোপুটি নেটিজেনরা

মাথার চুল কেটে শাশুড়িকে গামলা কিনে দিলো ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকের পর্ণা। যা দেখার পর রীতিমতো হাসির রোল সোশ্যাল মিডিয়ায়। বর্তমান সময় সোশ্যাল মিডিয়ার রমরমা ঠিক কতখানি বেড়ে গিয়েছে তা আমরা সকলেই জানি। যেখানে বিভিন্ন ছবি ও ভিডিওর পাশাপাশি ধারাবাহিকের দৃশ্য উঠে আসে আমাদের সামনে। আর সেই ধারাবাহিকের কোনো জিনিস পছন্দ না হলে শুরু হয় ট্রোলিংয়ের বন্যা।

একইসাথে অনেক সময় অবাস্তব দৃশ্য দেখানোর কারণেও এর শিকার হতে হয় বিভিন্ন ধারাবাহিককে। সম্প্রতি সেরকমটাই হয়েছে এই ধারাবাহিকের ক্ষেত্রে। গত বছরের নভেম্বর মাস থেকে শুরু হয়েছে ‘নিম ফুলের মধু’ ধারাবাহিক। যেখানে মুখ্য চরিত্রে রয়েছেন পল্লবী শর্মা। এর আগে ‘কে আপন কে পর’ ধারাবাহিকে অভিনয় করেছিলেন তিনি।

এই ধারাবাহিকে মূলত দেখানো হচ্ছে একটি যৌথ পরিবারের কাহিনী। যেখানে শাশুড়ি-ভাসুরদের নিয়ে সংসার করতে গিয়ে হাঁপিয়ে উঠছে নায়িকা পর্ণা। যদিও তার পাশে রয়েছেন নায়কের ঠাকুমা। সম্প্রতি সেখানে দেখানো হয় পর্ণার শাশুড়ি গামলা-বালতি কিনবেন বলে মাথা থেকে উঠে যাওয়া চুল সযত্নে জমিয়ে রেখেছিলেন।

তবে সেই চুল ফেলে দেয় পর্ণা। এতেই ঘটে বিপত্তি! এরপর সে ন্যাড়া হয়ে তার চুল দিয়ে বালতি, গামলা কিনে দেয় শাশুড়িকে। যা দেখার পর হাসির রোল উঠেছে সোশ্যাল মিডিয়ায়। একাধিক কটাক্ষে ভরিয়ে তুলেছেন দর্শকেরা। যদিও এই বিষয়ে একটি সাক্ষাৎকারে পল্লবী জানিয়েছেন, ‘দর্শকেরা আমাকে নিয়ে ট্রোল করুন অথবা ভালোবাসুন। মোটকথা তারা আমাকে দেখছেন এতেই আমি খুশি।’