বাথরুমে ফুল অন রোমান্টিক মুডে সৃজন-পর্ণা, ছুটে এলো ‘বাবুর মা’! প্রকাশ্যে ‘নিম ফুলের মধু’র ধামাকাদার প্রোমো
স্টার জলসায় ‘কে আপন কে পর’ ধারাবাহিকের মাধ্যমে টেলিভিশন দুনিয়ায় পদার্পণ। এরপর ধীরে ধীরে সকলের মনে জায়গা করে নিয়েছেন তিনি। ২০১৬ থেকে ২০২০ অর্থাৎ চার বছর ধরে চলেছিল এই ধারাবাহিক। দীর্ঘদিন ধরে চলা এই ধারাবাহিকে ‘জবা’ সকলের আপন হয়ে যায়। জবা চরিত্রে অভিনয় করেছিলেন পল্লবী শর্মা। এটিই ছিল পল্লবীর প্রথম কাজ।
এরপর দীর্ঘ ২ বছর তাকে দেখা যায়নি কোনো ধারাবাহিকে। ফের তিনি জি বাংলার পর্দায় ফিরে বাজিমাত করেছেন। আবারও সকলের পছন্দের চরিত্র হয়ে উঠেছেন। জি বাংলার পর্দায় ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে অভিনয় করছেন তিনি। সম্প্রতি দোল উৎসব উপলক্ষ্যে স্পেশাল পর্ব শ্যুট করা হয়েছে। আর এই পর্বে দেখা গিয়েছে পর্ণা ও সৃজনকে বাথরুমে।
বাথরুমে তাদের রোম্যান্স করতে দেখা গিয়েছে। আর সেই প্রোমো ভাইরাল হতে বেশি সময় নেয়নি। এই প্রোমো ভিডিওতে একজন মন্তব্য করেছেন “এদের রোম্যান্সের সময় সৃজনকে তার মায়ের বাবু বলে ডাকাটা মাস্ট”। ছোটো পর্দায় রোম্যান্সের দৃশ্য মেলে না। কিন্তু যখনই তা মেলে তা ভাইরাল হতে বেশি সময় নেয় না। আর সেটিই ঘটল ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে।
এভাবেই ধারাবাহিকটি অন্যান্য ধারাবাহিককে পিছনে ফেলে দিয়েছে টিআরপি তালিকায়। ধীরে ধীরে অন্যান্য ধারাবাহিকের তুলনায় এটি টিআরপি অনেকটাই বেড়ে গিয়েছে। বর্তমানে গল্পের নতুন মোড়ে ‘নিম ফুলের মধু’ সকলের পছন্দের হয়ে উঠেছে।