বিনোদনভাইরাল ভিডিও

‘ছোট্ট বাবু’ আনার উত্তেজনায় রাতে খাট ভাঙল সৃজন-পর্ণা! ছেলে-বৌমার কীর্তিতে মাথায় হাত ‘বাবুউউ’র মা কৃষ্ণার

বিশেষ ব্রত পালনের জন্য এক বছর তার স্বামীসঙ্গ করা বারণ, অথচ তার স্বামী ‘ছোটো বাবু’ আনতে মরিয়া! এই অবস্থায় নতুন ফন্দী আঁটলো পর্ণা। সম্প্রতি সেই দৃশ্যই উঠে এসেছে জনপ্রিয় ধারাবাহিক ‘নিম ফুলের মধু’তে। খুব কম সময়ের মধ্যেই ধারাবাহিকটি তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে দর্শকদের মাঝে। যেখানে পর্ণা ও সৃজনের কাহিনী উপভোগ করছেন সকলে।

সম্প্রতি সেখানে এসেছে নতুন মোড়, বাড়িতে রীতিমতো ধুন্ধুমার কান্ড। আসলে সৃজনের সাথে ঝামেলা মিটলেও তাদের বাড়িতে নতুন সমস্যা এসে হাজির হয়েছে। সৃজন ‘ছোটো বাবু’ আনার জন্য মরিয়া। কিন্তু শাশুড়ির কথায় এক বিশেষ ব্রত পালন করছে পর্ণা। যেখানে এক বছর তার স্বামীসঙ্গ করা বারণ। কিন্তু সৃজন বারবার তার কাছে আসার চেষ্টা করছে।

যদিও এই সমস্যার মূলে রয়েছে পর্ণার শাশুড়ি। কারণ, কীভাবে দু’জনকে আলাদা রাখা যায় সব সময় সেই পরিকল্পনাই করে চলেছেন তিনি। দু’জনকে একটু কাছাকাছি আসতে দেখলেই তার যেন বুক ধড়ফড় করতে শুরু করে। বড়ো বৌমা মৌমিতাকে নিয়ে তিনি প্ল্যান করেন কীভাবে দু’জনকে আলাদা রাখা যায়। তাইতো বিশেষ ধরনের ব্রত পালন করাচ্ছেন পর্ণাকে দিয়ে।

এই পরিস্থিতিতে পর্ণা স্বামীকে দূরে রাখার জন্য খাটের স্ক্রু ঢিলা করে দেয়। এরপর দু’জনে খাটে বসতেই খাট ভেঙে পড়ে। এই অবস্থা দেখে রীতিমতো চোখ কপালে ওঠে পর্ণার শাশুড়ির, বাকিদেরও বিষম খাওয়ার অবস্থা। অন্যদিকে দেখা যাবে সৃজন বাথরুমে স্নান করার সময় ভুল করে ঢুকে পড়ে পর্ণা। সেখানে কাছাকাছি চলে আসে তারা। তবে এরপর কী হয় তা দেখার জন্য অবশ্যই চোখ রাখতে হবে টেলিভিশনের পর্দায়।