পাশে নেই তৃণা! একাই জামাইষষ্ঠী খেলেন নীল? ব্যাপার কি

টলি পাড়া ও সোশ্যাল মিডিয়াতে বেশ জনপ্রিয় জুটি হলেন নীল (Neel Bhattacharya) ও তৃণা (Trina Saha)। তারা এখনও পর্যন্ত একসঙ্গে কোনো ধারাবাহিকের অংশ না হলেও তাদের জুটি অনেক আগে থেকেই হিট৷ দেখতে দেখতে জামাইষষ্ঠী তিন বছরে পদার্পণ করল তার। কিন্তু তৃতীয় বারে সঙ্গীকে ছেড়ে একা থাকতে হচ্ছে নীলকে। কারণ আগের দিন রাতেই বিমান সফরে চেপেছেন তৃনা। সিঙ্গাপুর চলে যাচ্ছেন তৃণা। তিনি যাচ্ছেন একা।
কিন্তু তৃতীয় বারের জামাইষষ্ঠী কি তবে বাদ পড়ে যাবে! এমনটাও কি সম্ভব। না এমনটা হতে দেননি তৃনার মা অর্থাৎ নীল ভট্টাচার্য্যর শাশুড়ী। জামাইষষ্ঠীর আগের দিনই একেবারে ভুরিভোজ করলেন নীল ও তৃনা। মেয়ে জামাইষষ্ঠীর দিন থাকবেন না তাই তার একদিন আগেই সবকিছু আয়োজন করলেন তৃণার মা। বৃহস্পতিবার বন্ধুর সঙ্গে বিদেশ সফরে যাচ্ছেন তৃণা। বুধবার রাতেই তাই জামাইষষ্ঠীর কোনো ত্রুটি রাখলেন না তৃণার মা।
জামাইকে খাওয়ানোর তালিকায় ছিল এলাহি পদের আয়োজন। বাসন্তী পোলাও, কাশ্মীরি আলুর দম, বেগুনি, মাটন, চিংড়ি মাছের মালাইকারি, আমের চাটনি, ম্যাংগো ডেজার্ট, মিষ্টি দই, চিজ কেক দিয়ে জামাইষষ্ঠীর খাওয়াদাওয়া সারলেন মেয়ে জামাই। তৃণার কথায়, তার বিদেশ যাত্রার কারণে একদিন আগেই সব আয়োজন। তার মা ও বড় মাসি মিলে সমস্ত রান্না করেছেন। তাকে রান্নাঘরে ঢুকতে দেওয়া হচ্ছে না৷ তৃনার মা জামাই ও মেয়েকে ষষ্ঠীতে নিমন্ত্রণ করে তাদের আদর করে খাওয়ালেন।
আর সেই ছবিতে ফুটে উঠেছে ভরপুর আনন্দ। তবে শুধু নীল ও তৃনা নয়, তৃণার তুতো বোনেরাও উপস্থিত ছিলেন সেখানে। সবকিছু মিলিয়ে হইহই করে কাটল বুধবারের রাত্রি। শ্যুটিং শেষ করে রাত্রে শ্বশুর বাড়িতেই প্রবেশ করলেন নীল। সেখানে নতুন পাঞ্জাবি পরে সব নিয়ম সারলেন৷ এবার নায়িকার বিদেশ যাওয়ার পালা। আর সেই সফরের ছবি দেখতে উৎসুক ভক্তরা।