Bangla Serial: তৃণা অতীত! ব্যাংককে কার সঙ্গে রোমান্সে মজলেন নীল?

Advertisement

বর্তমানে টেলিভিশনের পর্দায় জনপ্রিয় ধারাবাহিক হয়ে উঠেছে ‘বাংলা মিডিয়াম’। নতুন ধারাবাহিক হলেও এই ধারাবাহিকের মূল চরিত্রে যে দু’জন রয়েছেন তারা পুরনো। কারণ তাদের এর আগেও ধারাবাহিকে জুটি হিসেবে দেখা গিয়েছে। তারা হলেন নীল ভট্টাচার্য্য (Neel Bhattacharya) ও তিয়াশা লেপচা (Tiyasha Lepcha)। এর আগে ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকে মূল চরিত্রে অভিনয় করেছেন তারা। সেই ধারাবাহিক শেষ হয়ে গেলেও জুটি ফিরে এসেছে নতুন ধারাবাহিকের হাত ধরে।

Advertisements

এই ধারাবাহিকে নায়িকা বাংলা মিডিয়ামে পড়া সাধারণ ছাপোষা এক মেয়ে এবং নায়ক ইংলিশ মিডিয়ামের পড়াশোনায় বিশ্বাসী। ফলে এই ধারাবাহিকেও অভিনেতা ও অভিনেত্রী একে অপরের বিরুদ্ধে। এবার ধারাবাহিকে নতুন টুইস্ট আসতে চলেছে। কিছুদিন এই ধারাবাহিকের গোটা টিম গিয়েছিল ‘ব্যাংকক’। সেখানে ধারাবাহিকের শ্যুট চলে। কলকাতা থেকে এখন ব্যাংকক অবধি পৌঁছে গিয়েছে ধারাবাহিক।

Advertisements

তবে কি এবার নীল ও তিয়াশা কাছাকাছি আসবে? এবার কি তবে তাদের সম্পর্কের সমীকরণ বদলাবে? পরিচালক জানাচ্ছেন, নায়ক নায়িকার প্রেম না জমলেও ব্যাংককে রয়েছে নতুন চমক। নতুন এক ষড়যন্ত্রের শিকার হতে চলেছে তিয়াশা। ইন্দিরা এবার হারিয়ে যাবেন। তার পাসপোর্ট সহ সমস্ত গুরুত্বপূর্ণ নথি হারিয়ে যাবে। এভাবেই গল্প মোড় নেবে। তবে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন কিনা সেটিই দেখার৷

ইংরেজির উপর নির্ভর না করেই বাংলা মিডিয়ামে পড়ে একজন কীভাবে নিজেকে বিপদের মধ্যে থেকে বের হয়ে আসতে পারে সেটিই দেখা যাবে ইন্দিরা চরিত্রের মধ্যে দিয়ে। এই ধারাবাহিকটি পরিকল্পনা করা হয়েছিল বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে। যাতে তাদের আরও আত্মবিশ্বাস ফেরে।

Related Articles