Advertisements

তৃণাকে বিয়ে করে ফেঁসে গিয়েছে নীল! বিয়ের তিন মাসের মাথায় চরম আফসোস টলি অভিনেতার, ভাইরাল ভিডিও

Advertisements

টেলিভিশন দুনিয়ার সবথেকে চর্চিত ধারাবাহিক একদিকে খরকুটো ও অন্যদিকে কৃষ্ণকলি। এই দুটির এখন টিআরপি অন্যান্য ধারাবাহিকের তুলনায় বেশ কিছুটা বেশি। তবে দুই ধারাবাহিকের মূল আকর্ষণ গুনগুন আর নিখিল। যে যার নিজের কর্মক্ষেত্রে সেরা। তবে বাস্তব জীবনে এদের নিয়ে আর্কষনের কারন হলো তারা এরা একে অপরের বন্ধু, প্রেমিকা প্রেমিকা ও সদ্য দম্পতি।

বর্তমানে টলিউডের অন্যতম মিষ্টি কাপল নীল ভট্টাচার্য ও তৃণা সাহা। দীর্ঘদিন প্রেম করার পর গত ফেব্রুয়ারি মাসেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তারা। বিয়ে থেকে হানিমুন পর্ব তাদের নানান মুহূর্ত ভাগ করে নিয়েছেন ভক্তদের সাথে। ধীরে ধীরে যেন তাদের রসায়ন আরো মজবুত হয়েছে।

এতদিন ধরে তাদের দুজনের খুনসুটি, দুষ্টু মিষ্টি মুহুর্ত ভাইরাল হয়ে এসেছে। কিন্তু বিয়ের দুই মাস পেরোতে না পেরোতেই কি এমন ঘটনা ঘটলো যার জন্য তিতিবিরক্ত হয়ে নীল অভিযোগ করে বসলেন। তৃনাকে বলেই ফেললেন যে “ফেসে গেছি আমি অকালে।”

যে কাপেল রোমান্স এতদিন নজর কেড়েছে নেটিজেনদের তাদের মধ্যে কিসের বিতর্কের সৃষ্টি হলো!! না না ভয় পাওয়ার কিছু হয়নি আসলে এই ব্যপারটা পুরোটাই হয়েছে মজার ছলে। সম্প্রতি ইনস্টাগ্রামে মজার একটি রিল ভিডিও করেছেন তারা যেখানে জনপ্রিয় একটি বাংলা গানের সঙ্গে দুজনকে খুনসুটি করতে দেখা গেছে। তৃনার হাবভাব কে মহারানী ভিক্টোরিয়ার সাথে তুলনা করেছেন নীল। নীল তৃনার এই মজার ভিডিও আবারো আনন্দ দিয়েছে দর্শকদের।

Related Articles