Namrata Malla: সাদা লেহেঙ্গায় উপচে পড়ছে যৌবন, এমন গরমাগরম নাচে পুরুষ ভক্তদের ঘাম ঝরালেন নম্রতা মাল্লা

Namrata Malla: সম্প্রতি এবার দুর্দান্ত নাচ প্রদর্শন করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেন জনপ্রিয় ভোজপুরী অভিনেত্রী নম্রতা মাল্লা! এই অভিনেত্রীকে কমবেশি সকলেই চিনে থাকবেন। ভোজপুরী ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ তিনি। ইতিমধ্যেই কাজ করেছেন একাধিক সিনেমায়।
তবে অভিনয়ের পাশাপাশি তিনি যে দুর্দান্ত নাচতে পারেন তা অনেকেই জানতেন না। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নাচের ভিডিও পোস্ট করেছেন তিনি। যেখানে তার আবেদনময়ী ভঙ্গিমা প্রকাশ্যে এসেছে। নাচের সময় তার পরনে ছিল একটি সাধারণের লেহেঙ্গা।
VIDEO: টেনিস কোর্টের মাঝে শাড়ি খুলে উদ্দাম নাচ এই ভোজপুরি অভিনেত্রীর, দেখে চোখ কপালে নেটিজেনদের
যেটির ডিপ নেক ব্লাউজে যেন উপচে পড়ছে যৌবন। তার নাচের স্টেপ এবং এক্সপ্রেশন মুগ্ধ করেছে সকলকে। তাইতো পোস্ট করতেই সেটি দেখে ফেলেছেন লাখ লাখ মানুষ।পাশাপাশি, প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। উল্লেখযোগ্য, শুধু এই ভিডিওই নয় মাঝেমধ্যে এরকম নানান ভিডিও তিনি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়।
View this post on Instagram
সেগুলিও সমান জনপ্রিয়তা পায় দর্শকদের কাছে। অন্যদিকে সোশ্যাল মিডিয়া এমনই একটি প্ল্যাটফর্ম যেখানে খুব সহজে নিজের প্রতিভা সকলের সামনে তুলে ধরা যায়। তাইতো তারকা থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকেই এই প্ল্যাটফর্ম ব্যবহার করেন।